সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতাকে ঠে’কা’তে একের পর এক পদক্ষেপ গেরুয়া শিবিরের, জানুন

ভবানীপুর উপ নির্বাচন কেন্দ্র এই মুহূর্তে রাজ্য রাজনীতির হট টপিক হয়ে রয়েছে। এই নির্বাচন কেন্দ্রে আরো একবার মমতা এবং বিজেপির সংঘাত বাঁধতে চলেছে।যদিও ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন নিশ্চিত বলে মানছে রাজনৈতিক মহলের একাংশ। তবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়তে নারাজ বিজেপি। ভবানীপুর উপ নির্বাচন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়ার জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বিজেপি।

এখন নির্বাচনের আগে আপাতত জোরদার প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। ভবানীপুরের বেশিরভাগ দেওয়াল চলে গিয়েছে তৃণমূলের দখলে। এমতাবস্থায় দেওয়াল না পেয়ে বিজেপি পোস্টার এবং ব্যানার ছাপিয়ে প্রচারের কাজে মন দিয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত প্রচার চালানো যায় কিনা সেই বিষয় বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে একুশে নির্বাচনে বিজেপি যে এলাকাগুলিতে পিছিয়েছে গেছে সেই জায়গায় জনসংযোগ বাড়ানোর কাজে মন দেওয়া হয়েছে।

মমতার বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির তুরুপের তাস হলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কাছেই নন্দীগ্রামে হেরেছিলেন মমতা। ভবানীপুরের লড়াইয়েও শুভেন্দু অধিকারীকে সামনে রাখা হচ্ছে। একাধিক সভা-সমিতির আয়োজন করে শুভেন্দু অধিকারীকে বারবার বলতে শোনা যাচ্ছে ভবানীপুরেও হারতে চলেছেন মমতা। এভাবে কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দিতে চাইছে বিজেপি।

এছাড়াও ভবানীপুর উপ নির্বাচন কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে হাজির করা হয়েছে অর্জুন সিংকে। সৌমিত্র খাঁ ও জ্যোতির্ময় সিং মাহাতোকেও অর্জুন সিংয়ের সহকারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী তত্ত্বাবধানে ভোট করানোর আবেদন জানানো হয়েছে। শনিবার শুভেন্দু অধিকারী বলেন, ভোট যদি সুষ্ঠুভাবে হয় তাহলে বিজেপিই জিতবে।