সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম না’ম এই মার্কিন মহিলার, আ’ছে ১০০০ অক্ষর, বার্থ সার্টিফিকেট ২ ফুট ল’ম্বা

জন্মের পর সকলের বাবা মা চায় তাদের সন্তানের নাম যেন খুব ভালো হয় এবং অন্যের থেকে আলাদা হয়। প্রায় সকলেই চায় তাদের সন্তানের নামে নতুনত্ব রাখতে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক নাম ভাইরাল হয়েছে যা উচ্চারণ করতে গিয়ে রীতিমতো দাঁত ভেঙে যাওয়ার জোগাড়।

ভাবছেন তো নাম আবার ভাইরাল হওয়ার মতো কি হল! এক মার্কিন মহিলার নাম দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। ওই মহিলার যা নাম তা উচ্চারন করতে সময় লাগতে পারে প্রায় কয়েক ঘণ্টা। তার নামে রয়েছে প্রায় 1019 টি অক্ষর।

এত বড় নাম! এহেন নামের জন্য ওই মহিলার নাম উঠেছে Guinness World Records-এ। কারণ এ নাম যে সে নাম নয়, এটি হল বিশ্বের সবথেকে দীর্ঘতম নাম। জানলে অবাক হবেন – ওই মার্কিন মহিলার জন্ম সার্টিফিকেটের দৈর্ঘ্য প্রায় 2 ফুট।

আরো পড়ুন: এই ৬ রাশির ছেলে-মেয়েরা খুবই বি’প’জ্জ’ন’ক! নানা কুকর্মে জ’ড়ি’য়ে পড়ার সম্ভাবনা থা’কে

নামের ভিডিওটি শেয়ার করা হয়েছে ট্যুইটারে। ভিডিওটি শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাদের অফিসিয়াল প্রোফাইল থেকে। মার্কিন মহিলার এই ধরনের দীর্ঘতম নামের ব্যাপারে সেখান থেকেই জানতে পেরেছে নেটজনতা।

সূত্রের খবর, 1984 সালের 12 সেপ্টেম্বর ওই মার্কিন মহিলার জন্ম। Sandra Williams এবং তার পার্টনার সেই সময় তার মেয়ের নাম রাখে Rhoshabdiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams

বার্থ সার্টিফিকেটেও এই নাম লেখা হয়। কিন্তু, এরপর তারা তাদের মেয়ের নাম আরও বড় রাখতে চান। আর তারপরেই তাদের এমন সিদ্ধান্ত।

ওই মার্কিন মহিলার মিডল নেম হল 36 টি অক্ষরের। কি আজব নাম ভাবুনতো! তাহলে আর দেরী না করে এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় Viral হওয়া 1019 টি অক্ষরের মার্কিন মহিলার সেই অদ্ভুত নামের ভিডিও।