সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অক্ষয় তৃতীয়ার দিন পুরীর জগন্নাথ মন্দিরে কি কি হয়?

আজ ৩ মে বুধবার পালিত হয় ‘অক্ষয় তৃতীয়া’। অক্ষয় তৃতীয়ার দিনে সিদ্ধিদাতা গণেশ ও সম্পদ-সৌভাগ্যের দেবী লক্ষ্মীর পুজোর বিধি।

পয়লা বৈশাখের মতো এদিনও অনেক দোকানে হালখাতা শুরু হয়। অনেক বাড়িতেও অক্ষয় তৃতীয়ায় বিশেষ পুজো করেন। বিভিন্ন মন্দিরেও হয় বিশেষ পুজো।

পুরীতেসএদিনই খুলে যায় চারধাম যাত্রার পথ। পুরীতে জগন্নাথ মন্দিরেও এদিন বিশেষ ঘটনা ঘটে। এদিন থেকেই রথযাত্রার জন্য রথ তৈরি প্রস্তুতি শুরু।

আরো পড়ুন: অক্ষয় তৃতীয়ার দিন রাশি মে’নে এই জিনিস কিনলেই হ’বে লক্ষ্মীলাভ

সেই হিসেবে পুরীতেও অক্ষয় তৃতীয়া অতি গুরুত্বপূর্ণ এক তিথি। অক্ষয় তৃতীয়াতেই পুরীধামে জগন্নাথদেবের ২১ দিনব্যাপী চন্দনযাত্রার শুরু। জগন্নাথদেবের রথনির্মাণের শুরু হয় এদিনই।

শেষ হয় আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার আগে। অর্থাৎ রথযাত্রার একদিন আগে। জগন্নাথদেবের মন্দির থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার তিনটি আজ্ঞামাল্য বা আজ্ঞামালা বহন করে আনেন তিনজন পান্ডা।

‘রথনির্মাণ শুরু হোক’–জগন্নাথদেবের এই নির্দেশই সেই মালার মাধ্যমে পৌঁছয়। এরপর শুরু হয় রথ নির্মাণের প্রথম ধাপের কাজ।