সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বর্ষাকালে শিশুদের কি পেটের অ’সু’খ নাকি অ’ন্য কিছু? বাচ্চাদের উ’প’স’র্গ নিয়ে চি’ন্তা’য় চিকিৎসকরা

বর্ষার সময় শিশুদের পেটে ব্যথা হলে সেটি সাধারন, না কোভিড নাইনটিন এর লক্ষণ? চিকিৎসকরা এখন ভীষণভাবে ধন্দে পড়ে গেছে শিশুদের কোভিড নাইনটিনের উপসর্গের লক্ষণগুলি নিয়ে। বর্ষাকালে যদি পেট ব্যথা বা পেট খারাপ হয় তাহলে কি সেটা কোভিড নাইনটিনের লক্ষণ? এরকমই প্রশ্ন উঠেছে চিকিৎসক মহলে।

ঝাড়গ্রাম এর ২ বছর ৭ মাসের সম্প্রতি মাইতি এবং পশ্চিম মেদিনীপুর দাসপুরের মাস ছয়েকের আরিয়ান মালাকার এই দুটি শিশুর পাতলা মল হয়েছিল এবং যারা পরে তাদের পরিবারের লোকেরা বর্ষাকালের সাধারণ রোগ ভেবে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, এরপর যখন তাদের করোনা টেস্ট করা হয় তখন দেখা যায় তাদের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ। সুতরাং, এই সময়ে ডাক্তাররা বলছেন যে, যদি কোনো শিশুর পেট খারাপ হয় তাহলে অবশ্যই যেন তার করোনা টেস্ট করানো হয়।

এক শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রবীর ভৌমিক বলেন যে, এইরকম উপসর্গকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় গ্যাস্ট্রোইনটেস্টিনাল সিনড্রোম। বর্ষার জমা জল থেকে এই ধরনের অসুখ অনেক সময় হয়ে থাকে, কিন্তু সেটা সকলেরই গা সওয়া, কিন্তু এইবার যেন এই ধরনের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে এবং তারপরেই তাদের রিপোর্ট আসছে পজেটিভ। এমনকি সেই শিশুর বাড়ির লোকদের যখন টেস্ট করানো হচ্ছে তখন তাদেরও পজিটিভ আসছে।

বৃষ্টির কারণে জল জমে গিয়েছে কলকাতার সহ একাধিক জেলাতে জল জমে থাকার কারণে এবং বর্ষা অতিরিক্ত হওয়ার কারণেই বর্ষা জনিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে গোটা রাজ্য জুড়ে। চিকিৎসকরা বলেছেন বর্ষাজনিত রোগের থেকে সতর্ক থাকতে। ফলে নানা রকম দূষিত জল মিশে যায় যার ফলে সংক্রমণ ঘটতে পারে। দূষিত জল পানীয় জলের সঙ্গে মিশে যেতে পারে। সেই জল খাওয়া হলে স্বাভাবিক ভাবেই পেট খারাপ হবে। পেট খারাপ হলে কোনরকম সাধারন ঔষধ খেতে বারণ করছেন চিকিৎসকরা।

চিকিৎসা মহলে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে, করোনা এবং আন্ত্রিকের উপসর্গগুলি প্রায় হুবহু এক। কোন ছোট শিশুর পেট খারাপ জনিত রোগ হয় তাহলে অবশ্যই তাকে তাড়াতাড়ি করে করোনা টেস্ট করাতে হবে, বলেই চিকিৎসকরা জানিয়েছেন। এক চিকিৎসক জানিয়েছেন যে,তিন থেকে ছয় মাস বাচ্চাদের মধ্যে এই রোগের সংক্রমণ ক্রমশ বাড়ছে। ডক্টর প্রভাস প্রসূন গিরি এই প্রসঙ্গে বলেছেন যে, বাচ্চাদের ক্ষেত্রে করোনার যে উপসর্গ দেখা দিচ্ছে তা হল, পাতলা মলত্যাগ, তারপরেই হচ্ছে পেট ব্যথা।

বাচ্চাদের যদি পেট খারাপ এবং পেট ব্যাথার মত কোন সমস্যা হয় তাহলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে পরিবারকে। বাচ্চাদের ক্ষেত্রে যদি জ্বর অথবা স্বাদ গন্ধ চলে যাওয়ার মতো উপসর্গ হয় তাহলে অনেক সময়ই, ছোট বাচ্চাদের পক্ষে কখনই তা বলা সম্ভব হচ্ছে না, সেইজন্যেই যেকোনো পরিবার, তাদের বাচ্চারা কোভিড আক্রান্ত হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছেন না।