সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুয়ারে রেশনের পরিবর্তে দেওয়া হচ্ছে নগদ টা’কা, জলপাইগুড়িতে ব্যা’প’ক উ’ত্তে’জ’না

গ্রাহকদের জন্য বরাদ্দ রেশন সামগ্রী দেওয়া হচ্ছেনা গ্রাহকদের। তার বদলে তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে রাজ্য সরকারের দুয়ারে রেশন ক্যাম্প চলছে। তবুও রেশন পাচ্ছেন না গ্রাহকরা। অভিযোগের আঙুল উঠল জলপাইগুড়ির বিরুদ্ধে। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড় পুর পঞ্চায়েতের অধীনে বালাপাড় গ্রামে গ্রাহকদের বাড়ি বাড়ি টাকা দেওয়া হচ্ছে।

দুয়ারে রেশন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। তৃতীয় বার ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ইশতেহারে জানিয়েছিলেন ক্ষমতায় এলে রাজ্য সরকারের তরফ থেকে সাধারণের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী। যদিও নির্বাচনে জিতে যাওয়ার কয়েক মাস কেটে যাওয়ার পরেও দুয়ারে রেশন পরিষেবা চালু করা যায়নি।

রেশন ডিলাররা মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের সঙ্গে সহমত নন। বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই প্রকল্পের বিরোধিতা করে আসছেন প্রথম থেকে। তারই মধ্যে আবার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল জলপাইগুড়ি থেকে। ঘটনার কথা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে জলপাইগুড়ি সাব ডিভিশনাল কন্ট্রোলার অজয় কুমার মিশ্র অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। এমন দুর্নীতির অভিযোগে কিছুটা হলেও চাপের মুখে শাসক দল।