সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ বিমার প্রিমিয়াম কিছুটা বা’ড়’লো, এখন কত টা’কা দি’তে হবে?

কেন্দ্রীয় সরকার সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ বীমা প্রকল্পের প্রিমিয়াম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্প এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা প্রকল্পে প্রিমিয়াম বাড়ানো হয়েছে প্রথমবার।

2015 সালে এই দুটি স্কিম চালু হয়েছিল। এরপর আর প্রিমিয়ামের হার বাড়ানো হয়নি। বুধবার থেকে নতুন প্রেমের হার কার্যকর হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্পে দৈনিক প্রিমিয়াম রেট 1.25 টাকা বাড়ানো হয়েছে। এফ আর এবার থেকে বছরে 446 টাকা প্রিমিয়াম দিতে হবে। আগে 330 টাকা প্রিমিয়াম দিলেই চলতো।

আরো পড়ুন: সিধু মুসওয়ালার হ’ত্যা’কা’রী’র মূল ল’ক্ষ্য সলমন খান, নিরাপত্তা বা’ড়’লো সল্লু ভাইয়ের

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্পে 32% প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। পয়লা জুন থেকে নতুন প্রিমিয়াম রেট কার্যকর হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা প্রকল্পে বার্ষিক প্রিমিয়াম 12 টাকা থেকে বাড়িয়ে কুড়ি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা প্রকল্পের ক্ষেত্রে 67% প্রিমিয়াম বাড়ানো হবে।

18 থেকে 50 বছরের মধ্যে কোন ব্যক্তির মৃত্যু হলে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্পের আওতায় আসতে পারবেন তিনি। তাদের ব্যাংক বা পোস্ট অফিসে একাউন্ট থাকতে হবে।

যারা নিজেরাই প্রকল্পে যোগ দেওয়ার ছাড়পত্র প্রদান করেন বা অটোমেটিক প্রিমিয়ামে ছাড়পত্র দেন তারা এই বীমা প্রকল্পের সুবিধা পাবেন। এটি হল দু’লাখ টাকার বীমা প্রকল্প।

প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা প্রকল্প 18 থেকে 70 বছর বয়সী ব্যক্তি দুর্ঘটনার কারণে মৃত্যু হলে দ্বারা বিশেষভাবে শারীরিক সক্ষম হলে দু’লাখ টাকার প্রকল্পের আওতায় আসতে পারবেন। বিশেষভাবে শারীরিক সক্ষমদের এক লাখ টাকা দেওয়া হয়।