সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেষ্টর মেয়ের না’মে মি’ল’লো আরো জমি! ক’তো সম্পত্তি আছে অনুব্রত কন্যার?

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তি আবারও সিবিআইয়ের নজরে । গোয়েন্দা সূত্রে খবর, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যার নামে বেশ কিছু সম্পত্তির হদিস পেয়েছেন তাঁরা। সরকারি চাকরি করার পাশাপাশি সুকন্যার ব্যবসাও রয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ে বেশ কিছু নথি পেয়েছে। সিবিআই সূত্রে খবর, এ বার বোলপুরের কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকায় তিনটি প্লটের উপর নজর রয়েছে তাদের। সব মিলিয়ে নজরে কাশীপুরের ১০ বিঘা জমি।

কাশীপুর বাইপাসের উপরে পর পর তিনটি প্লট রয়েছে। সব মিলিয়ে ওই জমির পরিমাণ প্রায় ১০ বিঘা। ওই জমির চার দিক পাঁচিল দিয়ে ঘেরা। সামনে হলুদ রঙের লোহার গেটে ইংরেজি আদ্যক্ষরে লেখা ‘সিএম (মানা)’।

আরো পড়ুন: ঘর’ভ’র্তি নোটের বা’ন্ডি’ল, সরকারি চাকরিজীবীর বা’ড়ি থেকে উ’দ্ধা’র কোটি কোটি টা’কা

সরকারি তথ্য অনুযায়ী, এই জমিগুলি রয়েছে এএনএম অ্যাগ্রো, নীড় ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন সংস্থার নামে। সিবিআই তদন্তে আগেই উঠে এসেছে এই দুই সংস্থার নাম ও মালিকের নাম। জানা যায়, অনুব্রত-কন্যা সুকন্যা ওই দুই সংস্থার ডিরেক্টর।