সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘা’ট’তি মে’টা’তে শহরের স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকাদের গ্রামে বদলি ক’রা হবে

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষা পড়ুয়ার মধ্যে বৈষম্য দেখা যাচ্ছে। এবার শিক্ষক পড়ুয়াদের সেই অনুপাতের ভারসাম্য বজায় রাখতে জেলার বিভিন্ন বিদ্যালয় গুলিতে কলকাতার শিক্ষকদের পাঠাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সাম্প্রতিক কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে পড়েছে গ্রাম অঞ্চলে স্কুলের শিক্ষক ঘাটতি পূরণ করতে কলকাতা থেকে শিক্ষকদের নিয়ে আসতে হবে। প্রয়োজন অনুযায়ী রাজ্য সরকারের বদলি নীতি পরিবর্তন করতে হবে।

ইতিমধ্যে কলকাতা থেকে আগত ৫৮০ জন শিক্ষককে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্কুলে বদলি করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সেই সুপারিশ পত্র তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এই বদলি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকদের একাংশ তাদের দাবি, এই বদলি প্রক্রিয়ার সম্পূর্ণ অনৈতিক। কেউ কেউ বলছেন সবে মাত্র উৎসশ্রীর মাধ্যমে তারা বদলি হয়ে এসেছেন কলকাতায়।

আরো খবর: আজ বুধবার, জানুন কি বলছে আপনার রাশিফল 26.04.2023)

এরপর হঠাৎ করে কেন তাদের আবার জেলায় বদলি করে দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আবার কেউ কেউ পাল্টা প্রশ্ন করছেন তবে কি এবার গ্রাম থেকে শহরে ইচ্ছে করলেই ফেরা যাবে?

২০২১ সালের আগস্ট মাসে রাজ্য সরকার চালু করে উৎসশ্রী। যার মাধ্যমে শিক্ষকরা নিজেদের বাসস্থানের কাছাকাছি কোন স্কুলে বদলি নিতে পারবেন। তার বিরুদ্ধেই আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়।