সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি কর্মীদের DA বাড়ার পাশাপাশি আ’রো অনেককিছু বা’ড়’ছে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একের পর এক সুখবর শোনাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগেই 3% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যেই 3 থেকে 5 শতাংশ হারে আবার মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ট্রাভেল অ্যালাওয়েন্স এবং হাউজ রেন্ট অ্যালাওয়েন্স বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালায়েন্সের সংশোধন করা হয় মহার্ঘভাতার ভিত্তিতে। গত বছরের জুলাই মাসে মহার্ঘভাতার পাশাপাশি এইচ আর এ বাড়ানো হয়েছিল।

এই বছর 27, 18 এবং 9 শতাংশ হারে এইচ আর এ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। বাড়ি ভাড়ার জন্য নির্ধারিত ভাতার পরবর্তী সংশোধনীতে সর্বোচ্চ 3 শতাংশ বৃদ্ধি হতে পারে বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন: এইসব মেয়েদের প্রেমেই হাবুডুবু খা’য় ছেলেরা! আপনিও কি সে’ই লাইনেই?

সর্বাধিক এইচ আর এ হার 27 থেকে বাড়িয়ে 30 শতাংশ পর্যন্ত করা হতে পারে। যাদের ভাতা 18% তারা এরপর কুড়ি শতাংশ হারে এইচআরএ পাবেন। অন্যদিকে তারা 9 শতাংশ হারে এইচ আর এ পাচ্ছেন তারা 10% পাবেন।

প্রধানত তিনটি ক্যাটাগরিতে এইচ আর এ দেওয়া হয়। এক্স ক্যাটাগরির শহরের বাসিন্দাদের 27 শতাংশ হারে, ওয়াই ক্যাটাগরিতে 18 শতাংশ এবং জেড ক্যাটাগরি অনুযায়ী 9 শতাংশ হারে এইচ আর এ দেওয়া হয়।

এর পাশাপাশি ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স বাড়ানো হতে পারে। বর্তমানে টিপিটিএ লেভেল 1 থেকে 2 তে তেরোশো 50 টাকা, level3 থেকে 8 পর্যন্ত 3600 টাকা এবং level-9 তে কর্মীদের বা 7200 টাকা দেওয়া হয়। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 34 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।