সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফে’র মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, জানুন রবিবার কত দা’ম বা’ড়’লো জ্বালানির

রবিবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা বাড়ল। কলকাতায় ডিজেলের দাম লিটারে বাড়ল ৮০ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ১১৩ টাকা ৩ পয়সা।

কলকাতায় ডিজেলের দাম বেড়ে হল ৯৭ টাকা ৮২ পয়সা। বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তার প্রভাব পড়বেই পেট্রোল ডিজেলের দামে। ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম একশোর চৌকাঠে।

এইভাবে চললে, খুব শিগগিরি পেট্রোলের দাম ১৫০ ছুঁয়ে ফেলবে। তবে এই জ্বালানির দামবৃদ্ধি খুব সহজে থামবে না বলেই মনে করছে অর্থনীতিবিদদের একাংশ।

আরো পড়ুন: কে অনুব্রত? চিনতেই পা’র’লে’ন না তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা

এদিন সকালেও ভারতে ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। এরপর রাতেও বাড়ল জ্বালানির দাম। এই পরিস্থিতিতে নানা রাজনৈতিক মহল থেকে উঠছে সমালোচনা ঝড়।

কেন্দ্রীয় সরকারের দিকেই সকলের অভিযোগের তির। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট পর্বের আগে, নভেম্বর থেকে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়া কমা বন্ধ হয়ে যায়। আবার ভোটের ফল বেরনোর পরই, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের লাগাতার বাড়তে শুরু করেছে।