সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ থেকেই শুরু হচ্ছে টিকিট বুকিং, কবে থেকে ছু’ট’বে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস?

বাংলা পেয়েছে দুইখানা বন্দে ভারত এক্সপ্রেস। আজ আরও একটি ঐতিহাসিক দিন। আজ থেকেই হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস এর টিকিট বুকিং শুরু হয়ে যাবে। কুড়ি তারিখ থেকে শুরু হবে এই ট্রেনের শুভযাত্রা। রেল সূত্রে জানা গিয়েছে হাওড়া থেকে সকাল ছয়টা বেজে দশ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে।

এরপর তা পুরীতে পৌঁছে যাবে বারোটা বেজে ৩৫ মিনিটে। আবার পুরি থেকে ওই একই ট্রেন দুপুর বেলা ১:৫০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছাবে ৮:৩০ মিনিটে। এই ট্রেন ১৬ কামরার। হাওড়া থেকে পুরী যাওয়ার পথে কতিপয় স্টেশনে থামবে এই ট্রেন।

বালেশ্বর খড়গপুর ভদ্রক খুরদা রোড কটক ভুবনেশ্বর জাজপুর কেওনঝড় প্রভৃতি স্টেশনে থামবে এই ট্রেন। শনিবার থেকে নিয়মিত চলবে এই এক্সপ্রেস হাওড়া পুরী যাতায়াতের সময় লাগবে মোট সাড়ে ছয় ঘন্টা।

এই রুটে সবচেয়ে দ্রুতগতির ট্রেন শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী থেকেও কম সময়ে পৌঁছে যাবে গন্তব্যস্থলে এই বন্দে ভারত, বন্দে ভারত এক্সপ্রেস এর গড় গতিবেগ থাকবে ১৩০ কিলোমিটার পার ঘণ্টা। এই ট্রেনে থাকছে কার এবং দুটি এক্সিকিউটিভ চেয়ার কার।

ভাড়ার তালিকা যদিও এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে মনে করা হচ্ছে ১৮০০ টাকা থেকে শুরু হতে পারে ভাড়া। যাত্রীরা সমস্ত ধরনের স্বাচ্ছন্দ্য এবং সুযোগ সুবিধা পেতে পারেন এই বন্দে ভারত এক্সপ্রেসে।