সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইলন মাস্কে’র ইন্টার’নেট সি’স্টে’ম হ্যা’ক করে শি’রো’না’মে বে’ল’জি’য়া’মের এক গ’বে’ষ’ক

ইলন মাস্কের ইন্টারনেট সিস্টেম হ্যাক করে শিরোনামে বেলজিয়ামের এক গবেষক

মাত্র ২৫ ডলার খরচ করে ঘরে বসেই তৈরি করা যন্ত্র দিয়ে ইলান মাস্কের হাজার কোটি টাকার ইন্টারনেট সিস্টেম হ্যা’ক করে ফেললেন বেলজিয়ামের এক গবেষক। বেলজিয়ামের বাসিন্দা ল্যানার্ট ওউটার্স দাবি করেছেন তিনি ইলন মাস্কের উপগ্রহ ভিত্তিক স্টারলিঙ্ক ইন্টারনেটের উপগ্রহ সংকেত ধরার ডিশ হ্যা’ক করে ফেলেছেন।

এই ডিস্ক সাধারণত বাড়িতে বা বিল্ডিংয়ে বসানো হয়ে থাকে। আমেরিকার লাশ ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে সকলের চোখের সামনেই ইলন মাস্কের ইন্টারনেট সিস্টেম ঘরে তৈরি সার্কিট বোর্ডের সাহায্যে হ্যা’ক করে দেখিয়ে দিয়েছেন ওই ব্যক্তি। ভারতীয় মুদ্রায় মাত্র ২০০০ টাকা খরচ করে তিনি এই সিস্টেম হ্যাক করেছেন।

২০১৮ সালে ইলন মাস্কের স্টারলিঙ্ক অন্তরীক্ষে তিন হাজারেরও বেশি ছোট স্থাপনের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছে। বর্তমানে ইউক্রেনের মতো ২৫ টি দেশে এই পরিষেবা পাওয়া যাচ্ছে। মাঝ আকাশেও নাকি ইন্টারনেটের পরিষেবা পাওয়া যাচ্ছে বলে দাবি করছে সংস্থা।

এদিকে রাশিয়া এবং ইউক্রেন ইন্টারনেটের এই পরিষেবাকে বন্ধ করে দেওয়ার ফ’ন্দি আঁটছে বলে ইলন মাস্ক অভিযোগ করেছিলেন। রাশিয়ার সমস্ত সাইবার হানা এই পর্যন্ত প্রতিহত করতে সমর্থক হয়েছে ইলন মাস্কের সংস্থা। কিন্তু বেলজিয়ামের গবেষক ঘরে বসে মাত্র ২৫ ডলার খরচ করেই এই অসাধ্য সাধন করে ফেলেছেন। এই খবরে এখন তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়।