সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রোদ্দুর রায়ের এক ঝলক পে’তে আদালতে ভি’ড় ছি’ল চোখে পড়ার ম’তো

ইউটিউবে রোদ্দুর রায় কে চেনো না এমন হয়তো কোন মানুষ এই ভারতবর্ষে নেই। অশ্লীল কথা বলেই সমাজের চরম সত্য সকলের সামনে তুলে ধরেন তিনি। কিছুদিন আগে রূপঙ্কর বাগচীর বিতর্কিত কথা এবং প্রয়াত সংগীতশিল্পী কেকের প্রসঙ্গ ধরে তিনি প্রশ্নের দোরগোড়ায় তুলে দিয়েছিলেন সম্পূর্ণ পশ্চিমবঙ্গ প্রশাসনকে।

অশ্লীল ভাষায় কুরুচিকর মন্তব্য করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্নবান ছুঁড়ে দিয়েছিলেন দেশের আইন ব্যবস্থা দিকে। স্বাভাবিকভাবেই শাস্তি তাকে পেতেই হত। দু’দিন আগেই গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে রোদ্দুর রায়কে। আজ আদালতে তোলা হবে তাকে।

এদিন আদালতে চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। রোদ্দুর রায় যেন সেলিব্রিটি তাই তাকে একবার দেখার জন্য অপেক্ষা করছিলেন বহু মানুষ।

আরো পড়ুন: দীঘাতে সাবমেরিন রাখার ই’চ্ছে প্র’কা’শ করলেন মমতা, নৌবাহিনীর কা’ছে করলেন আবেদন

রোদ্দুর রায়ের ভক্তরা শুধুমাত্র একবার মানুষটাকে দেখা করার জন্য অপেক্ষা করেছিলেন ঘন্টার পর ঘন্টা আর ভক্তদের কথা মাথায় রেখে কোর্টে প্রবেশ করার আগে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে দেন রোদ্দুর রায়।

এদিন আদালত চত্বরে উপস্থিত ভক্তদের মন্তব্য অনুযায়ী, এক্ষেত্রে রাষ্ট্রক্ষমতা দেখাতে চাইছে। রোদ্দুর রায় নাকি কুরুচিকর মন্তব্য করেছে। এই পরিপ্রেক্ষিতে বলি আমরা হয়তো কুরুচিকর মন্তব্যের সমালোচনা করতে পারি কিন্তু কাউকে গ্রেফতার করা যায় না।

সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর অনেক ঘটনা ঘটে কাউকে গ্রেফতার করা হয় না। যে কোন মানুষ নিজের মতো করে প্রতিবাদ জানাতে পারে, সেই অধিকার তার আছে। কিন্তু তাই বলে তাকে গ্রেফতার করা যাবে না।

অন্যদিকে কিছু সংগঠনের সদস্যরা রোদ্দুর রায়ের বিরুদ্ধে বিক্ষোভ জানান। কোটচাঁদপুরে যারা হাজির ছিলেন তাদের সকলের বক্তব্য আজ শুধুমাত্র সকলের মুখে মুখে একটাই কথা রোদ্দুর রায়। রোদ্দুর রায়ের গ্রেপ্তারের পর বিখ্যাত ইউটিউবার স্যান্ডি সাহা বলেছেন, আমি গ্রেপ্তারি কে সমর্থন করছি। এই ঘটনা সকলকে ভাববে।

হয়তো জ্ঞানপাপীর মত কথা বলছি কিন্তু আবারও বলছি আমাদের দায়িত্বশীল হওয়া উচিত নিজেদের কথা নিয়ে। অনেক সময় এ কনটেন্ট তৈরি করার সময় আমিও হয়তো মান নির্ণয় করতে পারি না কিন্তু চেষ্টা করব যতখানি সম্ভব সংযতভাবে কনটেন্ট তৈরি করার।

যদিও রোদ্দুর রায়ের সমর্থনে এগিয়ে এসেছেন বহু মানুষ। গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছেন সকলেই। অবিলম্বে রোদ্দুর রায় কে মুক্তি দেবার জন্য দাবি তুলেছেন বহু মানুষ।