সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘাতে সাবমেরিন রাখার ই’চ্ছে প্র’কা’শ করলেন মমতা, নৌবাহিনীর কা’ছে করলেন আবেদন

সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে এসেই আবার ব্যস্ত হয়ে পড়েছেন কাজ নিয়ে। উত্তরবঙ্গের জন্য একের পর এক কর্মসূচির পর এবার ভবানীপুরের জোড়া খুন মামলায় ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন তিনি।

তারপর তিনি পৌঁছে যান নিউ টাউনে। সেখানে একটি এয়ারক্রাফট মিউজিয়াম তৈরি করার কথা ঘোষণা করেছেন তিনি।ভারতীয় নৌ-বাহিনী এবং কলকাতা মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগে এই মিউজিয়াম তৈরি করা হবে।

এদিন মিউজিয়ামের উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার নজর শুধু কলকাতাতে আবদ্ধ নেই। দীঘায় একটি সাবমেরিন বসানোর কথা ভাবছেন তিনি। দীঘাকে দারুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।

আরো পড়ুন: ভারতীয় বীরদের অচেনা গল্প ব’ল’বে “স্বরাজ”, দুরদর্শনে শীঘ্রই আ’স’ছে নতুন সিরিজ

ভাইজ্যাকে একটি সাবমেরিন মিউজিয়াম তৈরি করা হয়েছে। এটি ক্রমশ জনপ্রিয়তা পেয়েছে। সেই দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতেও একইরকম মিউজিয়াম তৈরি করার কথা বলেছেন।

তৃণমূল বাংলাতে ক্ষমতায় আসার পর বিগত কয়েক বছরে পুরনো এবং নতুন দিঘাতে একাধিক রদবদল ঘটেছে। মেরিন ড্রাইভের রাস্তা প্রায় শেষ হয়ে এসেছে বলে জানা গিয়েছে।

এখন যদি দিঘাতে আবার একটা সাবমেরিন মিউজিয়াম হয় তাহলে পর্যটকদের জন্য আলাদা করে আকর্ষণের জায়গা হয়ে দাঁড়াবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়াম নিয়ে বেশ আশাবাদী।