সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় বীরদের অচেনা গল্প ব’ল’বে “স্বরাজ”, দুরদর্শনে শীঘ্রই আ’স’ছে নতুন সিরিজ

বর্তমান সময়ে এত টেলিভিশন চ্যানেলের বাড়বাড়ন্ত থাকলেও একটা সময় কিন্তু সেসব ছিল না। সেই সময়টাতে একমাত্র দেখার মাধ্যম ছিল দূরদর্শন।

কিন্তু এখন অতিরিক্ত বেসরকারি চ্যানেল চলে আসার ফলে দূরদর্শনের দর্শকেরা এই অনুষ্ঠান নিয়েও বারবারই একঘেয়েমির অভিযোগ তুলছিলেন। এর ফলে দর্শকসংখ্যা সরকারি এই চ্যানেলে হু হু করে কমছিল।

কর্তৃপক্ষের তার পরেই এ বিষয়ে টনক নড়ে। মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দূরদর্শন কর্তৃপক্ষ অনুষ্ঠানসূচিকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন। সহযোগিতায় মুম্বইয়ের এক সহযোগিতায় রয়েছে।

আরো পড়ুন: এবার আর অন্য কো’নো Apps-র দরকার নে’ই, ট্রেনের লাইভ লোকেশন দে’খা’বে Google

এমনকি অনুষ্ঠানে বেশ কিছু নতুন অনুষ্ঠানের পরিকল্পনার কথা বলা হয়েছে। ‘স্বরাজ’ নামে ৭৫ পর্বের একটি সিরিজ তার মধ্যেই রয়েছে। সেই সিরিজ ভারতের বীর যোদ্ধাদের নানা অজানা গল্পের সম্ভার নিয়ে পর্দায় আসবে।

ভারতের ইতিহাসে যোদ্ধাদের প্রেম নিয়ে যত গল্পের কাহিনি এত দিন ছিল ইতিহাসের পাতায় দমবন্ধ হয়েছিল।দূরদর্শন তাদেরই এ বার দর্শকের মনের নাগালে নিয়ে আসতে চায়।

এই সিরিজে ১৪৯৮ সালে ভাস্কো দা গামার ভারতে আসার সময় থেকে পরাধীন ভারত ও স্বাধীনতার পরবর্তী সময়ের নানা ঘটনা উঠে আসবে। এই ৭৫ পর্বের মধ্যে পর্তুগিজ, ডাচ, ফরাসি ও ব্রিটিশদের ভারতে আসার গল্পও ধরা থাকবে।