সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SpiderMan: No Way Home: ফ্লোরিডার বাসিন্দা ২৯২ বা’র দে’খে গিনেস বুকে নাম তুললেন

একই ছবি মোট ২৯২ বার দেখে ফেলেছেন ফ্লোরিডার রামিরো এলানিস। এর কাণ্ড শুনে তবে চমকে যেতে পারেন। নাম তোলেন একই সিনেমা সব থেকে বেশি বার দেখে গিনেস রেকর্ডেও।

গত বছর ১৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত রামিরো মোট ২৯২ বার ‘স্পাইডারম্য়ান: নো ওয়ে হোম’ দেখেছেন।এই রেকর্ড গড়তে সময় লেগেছে মোট ৭২০ ঘণ্টা। অর্থাৎ ৩০ দিন।

মার্ভেল কমিকসের এই চরিত্রকে নিয়ে তৈরি ছবি দেখতে তাঁর খরচ হয়েছে তিন হাজার চারশো ডলার। ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৫৯ হাজার টাকা।এই প্রথম নয়। অতীতেও একই ছবি সব চেয়ে বেশি বার দেখার বিশ্ব রেকর্ড গড়েছিলেন রামিরো।

আরো পড়ুন: রেলের বানান বি’ভ্রা’ট, ট্রেনের নাম বদলের গেলো, নেট দু’নি’য়া তোলপাড়

২০১৯ সালে ‘অ্য়াভেঞ্জার্স: এন্ডগেম’ দেখেছিলেন ১৯১ বার। তবে সেই রেকর্ড ধরে রাখতে পারেননি তিনি। আরনড ক্লেইন নামে এক ব্য়ক্তি টেক্কা দেন তাঁকে। ‘কয়ামেলট: দ্য় ফার্স্ট ইনস্টলমেন্ট’ ছবিটি ২০৪ বার দেখেছিলেন তিনি।