সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেলের বানান বি’ভ্রা’ট, ট্রেনের নাম বদলের গেলো, নেট দু’নি’য়া তোলপাড়

রাতারাতি বদলে গেল ট্রেনের নাম, যার কারণেই একেবারে হুলুস্থুল কাণ্ড। কিভাবে এমন একটা ভুল হতে পারে ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফে। আসলে এই নাম পরিবর্তনের কারণ কি? কেন এমন ভুল হল? আমাদের বাঙালির কাছে বানান ভুল টা আসলে একটা পাপ।

আর এই বানান ভুল নিয়েই শুরু হয়েছে বিভ্রান্তি।  এবার নাম বদলে গেল তাম্রলিপ্ত এক্সপ্রেসের। কলকাতা থেকে দিঘা যাওয়ার মূল এক্সপ্রেস। বাঙালির কাছে দীঘা হল একটি আবেগের, সেই তাম্রলিপ্ত এক্সপ্রেসের মধ্যেই এমন গন্ডোগোল।

এই এক্সপ্রেস ট্রেনের পরিষেবা সত্যিই দারুন। কারণ একটাই মাত্র তিনঘন্টার মধ্যে পৌঁছে দেবে আপনার গন্তব্যে। এই ট্রেন বাঙালিদের খুব কাছের, আর এই নিয়ে বিড়ম্বনা যেটা একেবারেই মেনে নিতে পারছে না বাঙালির মন।

আরো পড়ুন: সুখবর সিং পরিবারে, বাবা হ’তে চ’লে’ছে’ন রণবীর

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যা নিয়েই শুরু হয়েছে স্যোশাল মিডিয়ায় বিতর্ক। দীঘা থেকে হাওড়াগামী ট্রেনের নামের বানান বিভ্রাট।

সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আমি ভারতীয় রেল তথা দক্ষিণ পূর্ব রেলওয়ের শাখার কর্মীদের দৃষ্টি আকর্ষন করতে চাই। সত্যি এটি হাস্য কৌতুকের কোনো বিষয় হবে না এটা।

এটা অভিযোগ নয়, এটা আসলে আবেগের কথা । যদি কাজের কোনো জিনিসের নামের বানান এভাবে ভুল লেখা হয়, তাহলে সত্যি তা দুঃখের।