সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘায় সমুদ্র উত্তাল, হোটেল ব’ন্দি সব পর্যটক, জারি হলুদ স’ত’র্ক’তা

উৎসবের ঠিক পরমুহুর্তেই দুর্যোগ শুরু হয়ে গিয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে রবিবার থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে পূর্ব মেদিনীপুরে টানা তিন দিন 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তাই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

ব্লক প্রশাসন, পুলিশ এবং মৎস্য দফতরকে বিপর্যয় প্রসঙ্গে সতর্ক করে দিয়েছে জেলা বিপর্যয় ব্যবস্থাপন বিভাগ। এদিকে সমুদ্রের উত্তাল রূপ পর্যটকদের চোখে ধরা পড়েছে। বর্তমান পরিস্থিতিতে উপকূলে যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে যায় তার জন্য তৎপর রয়েছে পুলিশ।

জেলা প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে, অন্ধ্র উপকূল এবং লাগোয়া পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয় হয়েছে। যার ফলাফলস্বরূপ বঙ্গোপসাগরের দক্ষিণ–পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া গাঙ্গেয় উপকূলে আছড়ে পড়ছে। এই নিম্নচাপের প্রভাবে ১৭ থেকে ১৯ই অক্টোবর পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দিঘা, শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণিতে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে। দিঘা, দিঘা মোহনা এবং মন্দারমণি কোস্টাল থানাকে সতর্ক করা হয়েছে দুর্যোগের পূর্বাভাস দিয়ে। ভগবানপুর ও পটাশপুরে বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন হয়ে রয়েছে।