সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুই পাইলট মাঝ আকাশেই ঘু’মি’য়ে পড়লেন, এয়ারপোর্টে নামলোই না বিমান

মাঝ আকাশে একটি বিমানের ২ পাইলট ঘুমিয়ে পড়েছিলেন যার কারণে বিমান বন্দরে অবতরণ করা যায়নি বিমানটি। বিমানটির সুদানের খারতুন থেকেই ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আসছিল।

কিন্তু মাঝ আকাশে বিমানের দুই পাইলট ঘুমিয়ে পড়ার কারণে সঠিক সময়ে সেই বিমানটি বিমানবন্দরের ল্যান্ড করেনি। জানা গেছে যে যখন পাইলটেরা বিমানটিতে ঘুমাচ্ছিলেন সেইসময় মাটি থেকে বিমানটির উচ্চতা ছিল ৩৭ হাজার ফুট।

অটোপাইলট মোট সক্রিয় ছিল সেই কারণে ভাবে করছিল বিমানটি বোয়িং ৭৩৭ বিমানটি আদ্দিস আবাবায় বিমানবন্দরে এসে থাকলেও সেটি তখন ল্যান্ডিং করতে পারেনি।

আরো পড়ুন: নিম্নচাপের পাশাপাশি ঘূর্ণাবর্ত! ঝো’ড়ো হাওয়ার পাশাপাশি দিনভর বৃষ্টি

সেই মুহূর্তে ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকেও বিমানটির সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও সেই যোগাযোগ সফলতা লাভ করেনি। অবশেষে বিমানটি যখন অবতরণ না করে সোজা পেরিয়ে চলে গিয়েছিল সেই সময় অটোপাইলট ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে বিমানের অ্যালার্ম বেজে ওঠে সেই মুহূর্তের ঘুম ভাঙ্গে পাইলটের।

তারা ঘুরিয়ে বিমানটিকে বিমানবন্দরের নিয়ে যায়। জানা যায় নির্ধারিত সময় থেকে ২৫ মিনিটের ব্যবধানে বিমানটির ল্যান্ড করা হয়। এই ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন এভিয়েশন অ্যানালিস্ট এলেক্স ম্যাকারাস।