সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

FD-তে এই সরকারি ব্যাংক সুদের হা’র বৃ’দ্ধি করলো, ভা’লো লাভ হবে বিনিয়োগকারীদের

পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে একটি জনপ্রিয় ব্যাংক হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করল। ব্যাংকের ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে ব্যাংক ২ কোটি টাকার কমস্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে। ব্যাংক জানিয়েছে ৭দিন থেকে ১০ বছরের মধ্যে ম্যাচিওর হওয়া ফিক্স ডিপোজিট এর ওপর সুদের হার ৩% থেকে ৬% করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ২ কোটি টাকার নিচে ৫০১ দিনের মেয়াদের ফিক্স ডিপোজিটের সুদের হার বৃদ্ধি হতে চলেছে। ব্যাংকে তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে নতুন অর্থ বর্ষ থেকেই এই সুদের হার বৃদ্ধি হতে চলেছে।

ব্যাংকে তরফ থেকে যে শুভ আরম্ভ আমানত প্রোগ্রাম রয়েছে সেখানে বয়স্কদের ক্ষেত্রে ৭.৬৫%, নিয়মিত গ্রাহকদের জন্য ৭.১৫% ও সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৮% সুদের হার দেয়।

আরো খবর: চার ধাম যা’ত্রা কোন সময় খুলবে ও কোন সময় ব’ন্ধ হয়ে থাকে?

এবার ফিক্স ডিপোজিটের সুদের হারের কথা যদি বলা যায় তাহলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ৭-৪৫ দিনের মধ্যে ২ কোটি টাকার ওপরে ৩% সুদ দেবে।

 

৪৬ -১৭৯ দিনের জন্য ২ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ওপরে ৪.৫০% সুদ দেবে। ১৮০-২৬৯ দিনের জন্য ২ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ওপরে ৫% সুদ দেবে।