সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চার ধাম যা’ত্রা কোন সময় খুলবে ও কোন সময় ব’ন্ধ হয়ে থাকে?

অনেকের মনেই উত্তরাখণ্ডের চারধাম তীর্থযাত্রা করার একটা সুপ্ত বাসনা সব সময় থাকে। কারো হয়তো সেটা পূরণ হয় আবার কারো পূরণ হয় না। তবে এবছর যারা যেতে ইচ্ছুক তাদের জন্য সামনেই সুযোগ রয়েছে। কারণ আগামী ২২ এপ্রিল থেকে চারধাম তীর্থযাত্রার উদ্বোধন করা হবে, যেটা আগামী নভেম্বর পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যারা যেতে ইচ্ছুক তারা যেতে পারে।

মন্দির খোলার দিন একেবারে মিলে যায় অক্ষয় তৃতীয়ার শুভ দিনের সাথে। এই দিনটি নাকি আখা তিজ নামেও পরিচিত। তবে এর বিশেষ আরেকটি দিক হলো, মন্দির বন্ধ হওয়ার দিন বিজয় দশমী, ভাই ফোঁটা এবং দীপাবলির উত্সবের উপর নির্ভর করে থাকে।

অবশ্য এই চারধাম মন্দির খোলা ও বন্ধ করার দিন নির্ধারণ করা হয় হিন্দু ক্যালেন্ডারের ওপর নির্ভর করে, যেটা ঘোষণা করেন চার ধাম মন্দির কমিটি ও কেদার – বদ্রী মন্দির সমিতি।

আরো খবর: আগামী ২৪ ঘন্টায় ভা’রী বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন রাজ্যে, বাংলার জন্য কি অ’পে’ক্ষা করে আছে?

২২ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন থেকেই যমুনোত্রী ধাম প্রথমে খোলা হবে ও ২০২৩ সালের ১৪ নভেম্বর ভাই ফোঁটার দিনে মন্দিরটি তীর্থযাত্রীদের জন্য দরজা বন্ধ করে দেবে।

এবার গঙ্গোত্রী ২২ এপ্রিলেই খোলা হবে ও দীপাবলির পরেরদিন ১৩ নভেম্বর এই মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে।এদিকে আবার কেদারনাথের দরজা খোলা হবে ২৫শে এপ্রিল, এই মন্দিরের দরজা খোলার দিন ঘোষণা করা হয়েছিল মহা শিবরাত্রি দিন।

জানা গেছে, এই মন্দিরের দরজা বন্ধ করা হবে ১৪ নভেম্বর দীপাবলীর পরে ভাইফোঁটার দিনই।এবার শেষে বদ্রীনাথ ধাম তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হবে ২৭শে এপ্রিল। এবং সম্ভবত সেই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে ২১ নভেম্বর তারিখে।