সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তু’ল’না করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

যোগী আদিত্যনাথের পর এবার স্মৃতি ইরানী বাংলার সঙ্গে কাশ্মীরের তুলনা টানলেন। কাশ্মীরে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে বিজেপি কর্মীদের লড়তে হচ্ছে। বাংলা এবং কেরলেও তেমনি বিজেপি কর্মীদের নৃশংসভাবে খুন করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার হায়দ্রাবাদে অনুষ্ঠিত বিজেপির কর্ম সমিতির বৈঠকে এই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বৈঠকের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি থেকে এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, দেশের সমস্ত রাজ্যের বিজেপি সভাপতি, বিরোধী দলনেতা সহ দলের কর্ম সমিতির সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ৯২ শতাংশ নারীরা তাদের সুস্বাস্থ্য নিয়ে ভাবলেও চিকিৎসার ক্ষে’ত্রে সচেতন নন: সমীক্ষা

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন বিজেপি নেত্রী। বাংলা এবং কেরালাতে বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে। তাদের খুন করা হচ্ছে।

জম্বু কাশ্মীরে বিজেপি কর্মীদের লড়াই করতে হচ্ছে তাদের সঙ্গে যারা দেশকে ভেঙে ফেলতে চায়। এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এভাবেই বাংলার প্রতি মন্তব্য করেছিলেন।

বাংলার পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন স্মৃতি। তিনি বলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সাংবিধানিক পদের অমর্যাদা করেছেন। ভারতীয় সংস্কৃতি এবং সামাজিক ব্যবস্থার অপমান করেছেন।