সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Tax দিন দি’ল খুলে ব্যবসা করুন, টেসলার মালিকের হা’তে শর্তের লি’স্ট ধরিয়ে দি’লো কেন্দ্র

চীন থেকে সামগ্রী এনে তা ভারতে বিক্রি করার জন্য মেনে চলতে হবে কড়া বিধি নিষেধ। আন্তর্জাতিক সংস্থা ইলন মাস্কের টেসলা কোম্পানিকেও মেনে চলতে হবে এই নিয়ম। এতদিন এই সংস্থা বারবার ভারতের বাজারে তাদের বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসার জন্য কর ছাড়ের আবেদন জানিয়ে আসছিল। তবে ভারতের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিদেশ থেকে যানবাহন নিয়ে ভারতে বিক্রি করার ক্ষেত্রে কর ছাড় সংক্রান্ত কোনো আবেদন মানা হবে না।

চীন থেকে সামগ্রী এনে তা ভারতে বিক্রি করার জন্য মেনে চলতে হবে কড়া বিধি নিষেধ। আন্তর্জাতিক সংস্থা ইলন মাস্কের টেসলা কোম্পানিকেও মেনে চলতে হবে এই নিয়ম। এতদিন এই সংস্থা বারবার ভারতের বাজারে তাদের বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসার জন্য কর ছাড়ের আবেদন জানিয়ে আসছিল। তবে ভারতের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিদেশ থেকে যানবাহন নিয়ে ভারতে বিক্রি করার ক্ষেত্রে কর ছাড় সংক্রান্ত কোনো আবেদন মানা হবে না।

উল্লেখ্য 2020 সালে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল অ্যামাজন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করার সময় জানিয়েই দিয়েছিলেন সকল সংস্থাকে নতুন বিনিয়োগের জন্য সুযোগ দেওয়া হবে ভারতে। তবে সব কিছুতেই আইনগত নিয়ম মেনে চলতে হবে।

ইলন মাস্কে্য টেসলা কোম্পানির জন্যও নিয়মের উলংঘন করবে না ভারত। তাই তাদের কর ছাড়ের আবেদন কার্যত প্রত্যাখ্যান করে দিয়েছে ভারত। সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিদেশ থেকে যানবাহন নিয়ে ভারতে বিক্রি করার জন্য সবার ক্ষেত্রেই এক নিয়ম কার্যকর রয়েছে।

আরো পড়ুন: OMG: মাত্র ৬ ফিট জমিতে ৫ তলা বা’ড়ি! হতেই পা’রে পৃথিবীর অষ্টম আ’শ্চ’র্য্য

ভারতের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই আংশিক ভাবে তৈরি যানবাহনের জন্য সেগুলিকে ভারতে অ্যাসেম্বলড করার নিয়ম চালু হয়েছে। বর্তমানে ভারতের আভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে। এই সময় ভারতের শুল্ক ব্যবস্থাতে কিছু নতুন বিনিয়োগ এসেছে। বর্তমানে অন্যান্য বিদেশি ব্রান্ড বর্তমান শুল্ক কাঠামোর সঙ্গে দেশে ব্যবসা করতে পারছে।

ইলন মাস্ক এদিকে বারবার দাবি করছেন যে ভারতের বিশাল শুল্ক কাঠামোর জন্য টেসলার গাড়িগুলি তিনি এই বাজারে আনতে পারছেন না। বর্তমানে ভারতে 40 হাজার ডলার কিংবা তারও কম দামের বৈদ্যুতিন যানবাহনের উপরে 60 শতাংশ আমদানি শুল্ক চাপানো হয়েছে।

আরো পড়ুন: স্মার্টফোন ঘা’ট’তে গিয়ে পা ফ’স্কে মেট্রোর লাইনে ছি’ট’কে পড়লো যুবক! তারপর যা হলো

40 হাজার ডলারের উপরে বৈদ্যুতিন যানবাহনের জন্য 100% আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। কাজেই এই শর্ত মেনে ভারতের বাজারে গাড়ি নিয়ে আসতে হলে টেসলাকে অনেক বেশি অর্থ ব্যয় করতে হবে।