সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্মার্টফোন ঘা’ট’তে গিয়ে পা ফ’স্কে মেট্রোর লাইনে ছি’ট’কে পড়লো যুবক! তারপর যা হলো…

মোবাইলে মনোনিবেশ করে রাস্তায় হাঁটা চলা করা কতখানি বিপদজনক সে-খবর প্রায়ই সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। মোবাইল দেখতে দেখতে রাস্তাঘাটে পথ চলা প্রাণঘাতী হতে পারে। এই অভ্যাস থেকে বহু মানুষ আহত কিংবা নিহত হয়েছেন। দিল্লির মেট্রো স্টেশনে এক যুবকের সঙ্গেও ঠিক তেমনটাই হলো। তিনিও মোবাইলে মুখ গুঁজে পথ চলছিলেন। এই সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

মোবাইলে মনোনিবেশ করে রাস্তায় হাঁটা চলা করা কতখানি বিপদজনক সে-খবর প্রায়ই সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। মোবাইল দেখতে দেখতে রাস্তাঘাটে পথ চলা প্রাণঘাতী হতে পারে। এই অভ্যাস থেকে বহু মানুষ আহত কিংবা নিহত হয়েছেন।

দিল্লির মেট্রো স্টেশনে এক যুবকের সঙ্গেও ঠিক তেমনটাই হলো। তিনিও মোবাইলে মুখ গুঁজে পথ চলছিলেন। এই সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন যুবক দিল্লি মেট্রো স্টেশনে পথ হাঁটছেন। তার হাতে রয়েছে একটি স্মার্টফোন এবং তিনি তার সম্পূর্ণ ধ্যান-জ্ঞান মোবাইলের মধ্যে আবদ্ধ রেখেছেন। আচমকা দেখা গেল মেট্রো লাইনেই পড়ে গেলেন তিনি।

আরো পড়ুন: “মুক্ত কাশ্মীর” চাই, Hyundai পাকিস্তানের পোস্ট দে’খে ভারতীয়রা চ’টে লা’ল, বয়কটের ডা’ক

রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত সকলে। স্টেশন জুড়ে হইচই শুরু হয়ে যায়। তবে প্লাটফর্মে উপস্থিত সিআইএসএফ জওয়ানদের তৎপরতায় কোনরকমে তাকে বাঁচানো সম্ভব হয়েছে।

আরো পড়ুন: একের পর এক সামুদ্রিক ঝ’ড় আ’ছ’ড়ে প’ড়’বে দেশের উপকূলবর্তী এ’লা’কা’য়!

ভিডিওতে দেখা যাচ্ছে সিআইএসএফ জওয়ানরা দ্রুত ওই যুবককে উদ্ধার করতে এগিয়ে আসেন। তারাই ওই যুবককে মেট্রোলাইন থেকে টেনে তোলেন। 40 সেকেন্ডের এই ভিডিওটি হাড়হিম করে দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। ভাইরাল ওই ভিডিও দেখুন এই প্রতিবেদন থেকে।