সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“মুক্ত কাশ্মীর” চাই, Hyundai পাকিস্তানের পোস্ট দে’খে ভারতীয়রা চ’টে লা’ল, বয়কটের ডা’ক

সোশ্যাল মিডিয়াতে ফের বিতর্কের মুখে পড়তে হলো হুন্ডাই পাকিস্তানকে। বর্তমানে টুইটার এবং ফেসবুকজুড়ে বয়কট হুন্ডাই ট্রেন্ড চলছে। বিক্ষোভকারীরা টুইটার এবং ফেসবুকে হুন্ডাই পাকিস্তান লেখা একটি পেজের ছবি পোস্ট করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সেখানে দেখা যাচ্ছে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা কাশ্মীরের স্বাধীনতার জন্য প্রার্থনা করছে! পাকিস্তানের গ্রাহকদের অভিভূত করার এই বিজ্ঞাপনী চমক দেখে বেজায় চটেছেন ভারতীয়রা।

সোশ্যাল মিডিয়াতে ফের বিতর্কের মুখে পড়তে হলো হুন্ডাই পাকিস্তানকে। বর্তমানে টুইটার এবং ফেসবুকজুড়ে বয়কট হুন্ডাই ট্রেন্ড চলছে। বিক্ষোভকারীরা টুইটার এবং ফেসবুকে হুন্ডাই পাকিস্তান লেখা একটি পেজের ছবি পোস্ট করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

সেখানে দেখা যাচ্ছে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা কাশ্মীরের স্বাধীনতার জন্য প্রার্থনা করছে! পাকিস্তানের গ্রাহকদের অভিভূত করার এই বিজ্ঞাপনী চমক দেখে বেজায় চটেছেন ভারতীয়রা। হুন্ডাই পাকিস্তান নামের ওই পেজে পাকিস্তানের সমর্থনে বেশ কিছু পোস্ট করা হয়েছে।

একটি পোস্টে লেখা আছে কাশ্মীরের স্বাধীনতার জন্য হন্ডাই কোম্পানির সর্বদা প্রার্থনা করে। আবার অন্য একটি পোস্টে স্বাধীনতার জন্য লড়াই করে যাওয়া ‘কাশ্মীরি ভাই’দের আত্মত্যাগ স্মরণ করার বার্তা দেওয়া হয়েছে। নেটিজেনদের ক্ষোভের মুখে পড়ে ওই পোস্ট মুছে ফেলতে বাধ্য হয়েছে হুন্ডাই পাকিস্তান নামের ওই পেজ।

আরো পড়ুন: বাবুলের উপর প্রা’ণ’ঘা’তী হা’ম’লা গোয়াতে

তবে তার আগেই অবশ্য ভারতীয় নেটিজেনদের চোখে পড়ে গিয়েছে এই পোস্ট। তারপরই সোশ্যাল মিডিয়াতে বয়কট হুন্ডাই ট্রেন্ড উঠেছে। সকলের দাবি হন্ডাই এর পাকিস্তান শাখা কাশ্মীরের স্বাধীনতার জন্য সওয়াল করছে! এর জন্য সংশ্লিষ্ট সংস্থার লজ্জা হওয়া উচিত। সম্পূর্ণ ঘটনার জন্য হুন্ডাই কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলছেন নেটিজেনরা।

আরো পড়ুন: এই বছর নতুন বাড়ি ও গাড়ি কেনার সু’যো’গ রয়েছে এই রাশির জাতকদের, ইচ্ছাপূরণ হ’বে কি আপনার?

কারো দাবি, হন্ডাই কোম্পানির গ্রাহকের সংখ্যা পাকিস্তানের তুলনায় ভারতে অনেক বেশি। তবুও তারা পাকিস্তানকে হাতে রাখার জন্য ভারতের বিরুদ্ধে যাচ্ছে। যদিও এই বিতর্কে মুখে পড়ে হুন্ডাই ইন্ডিয়ার তরফ থেকে একটি টুইট বার্তায় জানানো হয়েছে।

দীর্ঘ 25 বছর ধরে ভারতের বাজারে হুন্ডাই মোটর ইন্ডিয়া নিজেদের দায়বদ্ধতা বজায় রেখেছে। ভবিষ্যতেও ভারতের জাতীয়তাবাদকে সম্মান জানানোর জন্য অবিচল রয়েছে এই সংস্থা। সংস্থার দাবি ভারতের ভালোর জন্য কাজ করছে এই সংস্থা। যদিও তাতে অবশ্য নেটিজেনদের রাগ কমছে না।