Home দেশ OMG: মাত্র ৬ ফিট জমিতে ৫ তলা বা’ড়ি! হতেই পা’রে পৃথিবীর অষ্টম...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: মাত্র ৬ ফিট জমিতে ৫ তলা বা’ড়ি! হতেই পা’রে পৃথিবীর অষ্টম আ’শ্চ’র্য্য

মাত্র 6 ফিট জায়গার মধ্যে কি একটি আস্ত বাড়ি গড়ে উঠতে পারে? বিহারের মুজাফফরপুরের অন্তর্গত একটি এলাকার অদ্ভুত একটি বাড়ি না দেখলে নেটিজেনরা কেউ বিশ্বাসই করতেন না। এই বাড়িটি সর্বসাকুল্যে ছয় গজের জায়গার মধ্যেই তৈরি করা হয়েছে! আরো অদ্ভুত বিষয় হলো এত অল্প জায়গার মধ্যেই 5 তলা বাড়ি বানানো হয়েছে! সবটাই সিভিল ইঞ্জিনিয়ারদের কৃতিত্ব বলে মনে করছেন নেটিজেনরা।

মাত্র 6 ফিট জায়গার মধ্যে কি একটি আস্ত বাড়ি গড়ে উঠতে পারে? বিহারের মুজাফফরপুরের অন্তর্গত একটি এলাকার অদ্ভুত একটি বাড়ি না দেখলে নেটিজেনরা কেউ বিশ্বাসই করতেন না। এই বাড়িটি সর্বসাকুল্যে ছয় গজের জায়গার মধ্যেই তৈরি করা হয়েছে! আরো অদ্ভুত বিষয় হলো এত অল্প জায়গার মধ্যেই 5 তলা বাড়ি বানানো হয়েছে! সবটাই সিভিল ইঞ্জিনিয়ারদের কৃতিত্ব বলে মনে করছেন নেটিজেনরা।

5 তলা উঁচু এই বাড়ির অর্ধেক অংশে সিঁড়ি তৈরি করা হয়েছে এবং বাকি অংশে বাড়ি তৈরি করা হয়েছে। বাড়ির অর্ধেকটা দৈর্ঘ্য প্রায় কুড়ি ফিট এবং প্রস্থে 5 ফিট। জানলে অবাক হবেন এই বাড়ির চারটে তলাতে এক কামরার ফ্ল্যাট রয়েছে। সঙ্গে রয়েছে একটি রান্নাঘর এবং একটি টয়লেট। বাড়ির একেবারে নিচের তলায় রয়েছে একটি হলঘর। নিচের তলা থেকে উপরের তলায় যাওয়ার জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে।

এই বাড়ির মালিক সন্তোষ এবং অর্চনা। বিয়ের পর 6 ফুট চওড়া এবং 45 ফুট লম্বা এই জায়গাটি কিনেছিলেন সন্তোষ। তবে জমিটি এত ছোট হওয়ার দরুন এতদিন পর্যন্ত সেখানে কোনো নির্মাণ কাজ চালানো সম্ভব হয়নি। অনেকেই তাদের এই জায়গাটি বিক্রি করে দেওয়ার পরামর্শ দেন।

আরো পড়ুন: এই বছর নতুন বাড়ি ও গাড়ি কেনার সু’যো’গ রয়েছে এই রাশির জাতকদের, ইচ্ছাপূরণ হ’বে কি আপনার?

Visually analyzed image

চারপাশে জল জমলো সরু জায়গায় নির্মিত এই পাঁচতলা বাড়িটি যাতে ভেঙে না পড়ে, সেই জন্য সম্প্রতি পাশের ফাঁকা জায়গায় সামান্য নির্মাণকাজ হয়েছে। এই বাড়িটি মুজাফফরপুরের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।”

আরো পড়ুন: “মুক্ত কাশ্মীর” চাই, Hyundai পাকিস্তানের পোস্ট দে’খে ভারতীয়রা চ’টে লা’ল, বয়কটের ডা’ক

তবে ওই দম্পতি বিয়ের স্মৃতি হিসেবে এই জায়গাটুকু বিক্রি করতে চাননি। তাই তারা সিদ্ধান্ত নেন এইটুকু জায়গাতেই বাড়ি বানাবেন। সেইমতো তারা নিজের বাড়ির ম্যাপ তৈরি করে নিয়ে কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের কাছে প্ল্যান পাস করিয়ে নেন।

Visually analyzed image

আসলে বিয়ের পর ৬ ফিট চওড়া ও ৪৫ ফিট লম্বা এই প্লটটি কিনেছিলেন সন্তোষ ও অর্চনা। কিন্তু জমির প্রস্থ মাত্র ৬ ফিট হওয়ায় বহু বছর ধরে কোনো নির্মাণকাজ করা হয়নি তাঁদের। লোকজন তাঁদের জমি বিক্রি করার পরামর্শও দেয়। কিন্তু তাঁরা দুজনেই বিয়ের স্মৃতির এই প্লটে বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন এবং নিজেরাই বাড়ির ম্যাপ নিয়ে কর্পোরেশনের ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে প্ল্যান পাস করিয়ে নেন।”

Visually analyzed image

এই বাড়িটি যখন তৈরি হচ্ছিল তখন অনেকেই এটিকে মুজাফ্ফরপুরের আইফেল টাওয়ার বলে কটাক্ষ করছিলেন। তবে এখন যখন বাড়িটি তৈরি হয়ে গেল তখন তা এক অদ্ভুত এবং অনন্য কীর্তি হিসেবে উল্লেখিত হচ্ছে। পথচলতি মানুষেরা বাড়িটিকে দেখে থমকে দাঁড়িয়ে যান রাস্তার উপর। দ্রুতগতিতে এই বাড়ির ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।