সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ঝর্ণায় স্নান করতে গি’য়ে শ্বাসনালি দিয়ে ঢু’কে পরলো জোঁক!

একটু অসাবধানতায় কতটা আমাদের শরীরে ক্ষতি হতে পারে তা যার সাথে হয় সেই জানে। আমরা এমন অনেক ক্ষতিকারক জিনিসই না দেখে না জেনে বা না বুঝে খেয়ে ফেলি যা থেকে আমাদের প্রাণ নাশ অবধি হতে পারে। তাঁর জল জান্তু প্রমাণ পাওয়া গেলো কয়েকদিন আগেই।

এক ব্যাক্তি পাহাড়ে গিয়ে পাহাড়ি ঝর্নার জল খেয়েছিলেন দিন পনেরো আগে। আর তার পর থেকেই তাঁর মনে হতে শুরু হয় তাঁর গলায় কিছু একটা আটকে আছে। তার বেশ কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে দেখে ওই ব্যাক্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে দেখান।

ওখানের ড ডক্টরেররাও বুঝতে পারে কিছু একটা আটকে আছে কিন্তু খোলা চোখে তারা দেখতে পায়না। এর পর এন্ডোস্কোপি করে দেখা হয়। তাতে ধরা পড়ে ওই ব্যাক্তির গলায় আস্ত একটি জোঁক আটকে রয়েছে। সেই জান্তু জোঁক শ্বাসনালীর ভিতরে রয়েছে। ছটপট করছে ওর মধ্যেই।

আরো খবর: মুখ ভ’র্তি বিভিন্ন দা’গ! মেকআপ ছা’ড়া দীপিকাকে দেখেই মু’খ ঘু’রি’য়ে নিচ্ছেন নেটিজেনরা, করছেন ক’টা’ক্ষ

আর তাই ওই ব্যাক্তির অতটা অসস্তি হচ্ছে। এর পরে ওই ব্যাক্তির গলায় অস্ত্রপচার করা হয়। আর ওই অস্ত্রোপচারে পর ওই জোঁক টিকে শেষ অব্দি বের করা সম্ভব হয়। আর ওই ব্যাক্তি শেষ অব্দি রেহাই পায় তার যন্ত্রণা থেকে।

তাই যেকোনো জিনিস কি খাচ্ছেন কি পড়ছেন সব কিছুই অত্যন্ত ভালো করে যাচাই করে তবেই পড়ুন বা খান। নয়তো এই ছোটো ছোটো ভুল গুলোই প্রাণ নিয়ে নিতে পারে একটু ভুলের কারণে। এই প্রতিবেদন থেকে এটাই শিক্ষণীয়।