সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশাল ব্যা’পা’র, ২৫ কিমি রাস্তা যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

ফের বিতর্ক শুরু পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ঘিরে। অমিত শাহের সঙ্গে দিল্লিতে দেখা করতে যাওয়ার আগেই মুখ্যমন্ত্রীর এক সিদ্ধান্তে শুরু শোরগোল। সরব হলেন বিরোধীরা।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি মাত্র ২৫ কিলোমিটার রাস্তা যেতে সরকারি হেলিকপ্টার চাপলেন। এয়ারপোর্ট থেকে সেক্টর ২-এ অবস্থিত ওনার বাড়ির দূরত্ব মাত্র ২৫ কিমি। মুখ্যমন্ত্রীর অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি যাওয়ার জন্য বিমান ধরার কথা ছিল। এয়ারপোর্টে ফ্লাইট ধরতে গাড়ির বদলে হেলিকপ্টারে যান তিনি।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই হেলিকপ্টার সফর নিয়ে এখন তুঙ্গে বিতর্ক। মাত্র ২৫ কিমি দূরত্ব পার করার জন্য হেলিকপ্টার ব্যবহার করা নিয়ে বিরোধীদের নিশানায় চান্নি। যদিও বিতর্ক ধামাচাপা দিতে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী দফতর এই নিয়ে সাফাইও দিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, দিল্লিতে অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সাক্ষাতের কথা ছিল। বৈঠকের জন্য নির্ধারিত সময় ধার্য হয়েছিল রাত আটটা। পঞ্জাব থেকে দিল্লি যাওয়ার জন্য হেলিকপ্টারের কথা ভাবা হলেও রাতে হেলিকপ্টার উড়তে পারবে না ভেবে চার্টাড ফ্লাইট ভাড়া করা হয়। হাতে সময় কম থাকায় বিমান ধরতে নিজের বাড়ির সামনে থেকে সরকারি হেলিকপ্টারে চড়েন চান্নি। নামেন সোজা গিয়ে এয়ারপোর্টে। যদিও এক পক্ষের দাবি মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার খারাপ হয়ে যাওয়ায় মাঝপথে নেমে যান তিনি।

পঞ্জাবের এই মুখ্যমন্ত্রী শাহের সঙ্গে বৈঠক শেষে চার্টাড বিমানেই ফিরে আসেন। ক্যাপ্টেন অমরিন্দরের সিং-এর পদত্যাগের পর সেপ্টেম্বরেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান চরণজিৎ সিং চান্নি। পঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী তিনি। ২০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি।