সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাঙালিরা নিজেদের ভাষার ফিল্ম ছে’ড়ে টিকিট কে’টে স্পাইডারম্যান দে’খে: শাশ্বত চট্টোপাধ্যায়

অভিনেতা শাশ্বত চট্টোপাধ‍্যায় বাংলা, হিন্দির পর এবার তেলুগু ছবিতেও কাজ করছেন। বলিউডকে প্রাধান‍্য দিতে গিয়ে কিন্তু বাংলাকে ভুলে যাননি এই অভিনেতা।

সম্প্রতি একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন। সেই সাক্ষাৎকারে শাশ্বত বলেন, শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়।

এই অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় কে এখনো হিট, ফ্লপের সম্মুখীন হয়। টলিউডে মহাভারত মার্ডার্স হিট হয়েছে, আবার বলিউডে ধাকড় চূড়ান্ত ফ্লপ। কেন হল তা বুঝতে পারছেন না শাশ্বতও।

আরো পড়ুন: কলকাতা নিয়ে আগামী ৭২ ঘ’ন্টা’র পূর্বাভাস দি’লো আবহাওয়া দপ্তর

কঙ্গনার অভিনয়ের প্রশংসা করে তাঁর বক্তব‍্য, এমন একটি ছবি যে কেন দর্শক দেখল না তা তাঁর কাছেও রহস‍্য। বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করছেন শাশ্বত।

তাঁর কথায়, টলিউডে বাজেট অনেক কম। বলিউডের প্রথম সারির তারকাদেরও তিনি শুনেছেন মরাঠি ছবি দেখেন বলে।নিজেদের মাতৃভাষার প্রতি তাদের এতটাই শ্রদ্ধা।

তিনি আরও জানান, বাঙালিরা দামি টিকিট কেটে স্পাইডারম‍্যান দেখেন, কিন্তু বাংলা ছবি দেখেন না। শুধু বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান বলে চেঁচিয়ে আর কী হবে।