সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র এক ঘন্টার ব্যবধানে বায়ুসেনার ৩ বিমান ভে’ঙে পড়লো দুই আ’লা’দা রাজ্যে

ভারতের সময়টা হয়তো খারাপ যাচ্ছে নয়তো একই দিনে একই দুর্ঘটনা দুই জায়গায় এটা সত্যিই মর্মান্তিক একটি খবর। জানা গেছে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার তিনটি বিমান। সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

তাদের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মধ্যপ্রদেশের মোরেনায় দুটি বিমান ভেঙে পড়েছে। একটি বিমান ভেঙে পড়েছে রাজস্থানের ভরতপুরে। কিভাবে হলো এই দুর্ঘটনা তাও দুই জায়গায় একই দিনে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মধ্যপ্রদেশের দুর্ঘটনাটি এএনআই সংবাদসংস্থা থেকে জানা গেছে মধ্যপ্রদেশের মোরেনার পাহাড়গড়ে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার দুটি বিমান।

মোরেনার অ্যাডিশনাল পুলিশ সুপার রাই সিং নরওয়ারিয়া বলেছেন, ‘বিমান নিয়ে তথ্য নিশ্চিত করতে এবং বিমানে কতজন ছিলেন, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে আসছে (ভারতীয়) বায়ুসেনার দল। বিমানের কাছে একটি হাত পেয়েছে পুলিশ বলে জানা যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এই সংস্থা আরো জানায় যে, যে দুটি বিমান ভেঙে পড়েছে, সেগুলির মধ্যে একটি হল সুখোই-৩০ যুদ্ধবিমান। অপরটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান।

আরো খবর: ২ দিনের ব্যাংক ধর্মঘট আপাতত হ’চ্ছে না, স্ব’স্তি’র খবর গ্রাহকদের জন্য

এখনও উদ্ধারকার্য জারি রয়েছে। গোয়ালিয়র বায়ুঘাঁটি থেকে ওই দুটি বিমান উড়েছিল। মাঝ-আকাশে দুই বিমানের ধাক্কা লেগেছে কিনা, তা খতিয়ে দেখতে ‘কোর্ট অফ এনকোয়ারি’ গঠন করবে বায়ুসেনা। দুর্ঘটনার সময় সুখোই-৩০ বিমানে দু’জন পাইলট ছিলেন। মিরাজে ছিলেন একজন পাইলট। প্রাথমিকভাবে খবর মিলেছে যে দু’জন পাইলট সুরক্ষিত আছেন। তৃতীয় পাইলটের কাছে যাচ্ছে বায়ুসেনার চপার।

আর এই দুর্ঘটনা নিয়ে এর মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগাযোগ করেছিলেন। তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে সব খবর নিচ্ছেন, পাইলটরা কেমন আছেন সে সম্পর্কেও বায়ুসেনার প্রধানের থেকে খোঁজ খবর নিয়েছেন বলেও জানা গেছে।

অন্যদিকে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে রাজস্থানের ভরতপুর জেলাতেও একটি বিমান ভেঙে পড়ে। পুলিশ সুপার শ্যাম সিং এর কাছ থেকে খবর পাওয়া গেছে যে, ভতরপুরের একটি ফাঁকা মাঠে ভেঙে পড়েছে ওই বিমানটি। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে চার্টার জেট ভেঙে পড়েছে।

কিন্তু পরে ভারতীয় বায়ুসেনার সূত্র জানিয়েছে যে বিমানটি ভেঙে পড়েছে, সেটি বায়ুসেনার বিমান। এই নিয়ে ভরতপুরের ডেপুটি পুলিশ সুপার বলেন, ‘সকাল ১০ টা থেকে ১০ টা ১৫ মিনিটের মধ্যে বিমান ভেঙে পড়ার খবর পেয়েছিলাম। এখানে এসে দেখতে পাই যে ওটা ভারতীয় বায়ুসেনার বিমান।

ধ্বংসস্তূপ দেখে বোঝা যাচ্ছে না যে এটা সাধারণ বিমান নাকি যুদ্ধবিমান। দুর্ঘটনার আগেই পাইলটরা বিমান ছেড়ে দেন নাকি তাঁরা বিমানের মধ্যেই আছেন, তা এখনও জানতে পারিনি। তাই এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এই তিনটি বিমানে পাইলটরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্রমশ জানা যাবে।