সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেউ গা-জোয়ারী করলে তার ফ’ল ভা’লো হ’বে না, দলীয় কর্মীদেরই শা’স’ন করলেন অভিষেক

কলকাতা পৌরসভা নির্বাচনে হিংসার আশ্রয় নিলে তার ফল ভালো হবে না! স্পষ্ট করে হুমকির সুরে শাসিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, বিরোধীদের উদ্দেশ্যে নয়। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের এইভাবে শাসিয়েছেন। তার সাফ সতর্কবার্তা, যদি কেউ এমনটা করেন তাহলে তাকে সোজাসুজি দল থেকে বহিষ্কার করবে তৃণমূল।

শুক্রবার দক্ষিণ কলকাতায় রোড শো করেন অভিষেক। বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত হুডখোলা গাড়িতে যাতায়াত করেন তিনি। এরপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বক্তব্য রাখতে গিয়ে বলেন কোনরকম গা জোয়ারি করলে দল তার অপকর্মের দায় নেবে না। তিনি এও বলেন, দল যদি কারোর অপকর্মের জন্য কলুষিত হয় তাহলে পরদিনই তাকে দল ছাড়া করা হবে।

যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন না কেন, কলকাতা পৌরসভা নির্বাচনে গা জোয়ারি করলে দল তাকে বহিষ্কার করবেই। জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য এর আগেও এক দলীয় বৈঠকে এমন বার্তা দিয়েছিলেন অভিষেক। 2017 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের গুন্ডাগিরির ফল 2019 সালে হাড়ে হাড়ে টের পেয়েছে তৃণমূল।‌ তাই আগে থেকেই সতর্ক হয়েছে এবার দল।

বর্তমানে তৃণমূলের একমাত্র উদ্দেশ্য সর্বভারতীয় দল হয়ে ওঠা। কাজেই এখন ভোট সন্ত্রাসের অভিযোগ অন্যতম বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই তৃণমূল নিজেদের সভ্য শালীন দল হিসেবে প্রমাণ করতে তৎপর। আগামী রবিবার কলকাতা পুরসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলবে।