সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃষ্টির ভ্রু’ক’টি’র মধ্যেই দক্ষিণবঙ্গে চওড়া হ’চ্ছে শীতের হাসি, জানুন হাওয়া অফিসের বা’র্তা

শীতের আমেজে বঙ্গ বাসী একেবারে আনন্দে উতফুল্ল।গত কিছুদিন আগেই নিন্মচাপের বাধার কারণে শীতের পথে বাধা সৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু সেই বাধা এবার কেটেছে। যার ফলেই উত্তরের হাওয়া প্রবেশ করছে রাজ্যে। বিশেষ করে দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার থেকেই পারদ নামতে শুরু করেছে। যার ফলেই কলকাতার তাপমাত্রা কমে গিয়ে ১৮ ডিগ্রীতে নেমেছে। আবহাওয়া দপতরের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে শীতের প্রকোপ অনেকটাই বৃদ্ধি পাবে। তবে সপ্তাহান্তে ফের একটি নিন্মচাপের দেখা পাওয়া যাবে বলে জানা গেছে।

উত্তরের হাওয়ার এই বাধাহীন পথে নিম্নচাপ তেমনভাবে রুখে দাড়াতে পারে নি, যার ফলেই গত দুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমের দিকে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম রয়েছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, ভালো খব এটাই যে এই শীতের আমেজ আগামী কয়েকদিন পর্যন্ত দারুণ ভাবে বজায় থাকবে জেলাগুলোতে। দক্ষিণের পর উত্তরের ঠাণ্ডার প্রভাবও বৃদ্ধি পাবে সময়ের সাথে সাথে। তবে হ্যা বেলা বাড়ার সাথে রোদের দাপটে তাপমাত্রার বৃদ্ধি ঘটবেই। কিন্তু বিকেলের পর থেকেই শীত তার নিজের রুপে ফিরে আসতে সক্ষম হবে।

সকাল হতেই শিশির, কুয়াশা প্রথম দিকে তেমনভাবে না মিললেও, কিছুদিন পরে তারও দেখা পাওয়া যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখনও একেবারে নিন্মচাপের দাপট পুরোপুরি ভাবে কমে যায় নি বঙ্গ থেকে, কম বেশি চোখ রাঙাচ্ছে নিন্মচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছ ইতিমধ্যে, আরব ও বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে নিন্মচাপ অক্ষরেখা। সপ্তাহান্তে হালকা মাঝারী বৃষ্টির দেখা পেতে পারে রাজ্যবাসী, আর সেটাই উত্তরের হাওয়ার পথে মূল বাধার কারণ। যদিও রাজ্যে জাঁকিয়ে শীত পরতে এখনও কিছুটা দেরি বলেই মনে করছেন আবহাওয়া দপ্তর, কারণ এই সব বাধাকে অতিক্রম করাটাই এখন উত্তরের হাওয়ার মূল লক্ষ্য।