সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Google Pay-তে আর ক্যাশব্যা’ক পা’চ্ছে’ন না? এই উ’পা’য়ে করুন বাজি’মা’ত

Google পে ব্যবহার করার হিড়িক পড়ে গিয়েছে। কে কত ক্যাশব্যাক পাবে? তা নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। এই ক্যাশ ব্যাকের চক্করে গুগল পের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এছাড়া গুগল পেতে রয়েছে একাধিক সুবিধা। পলকের মধ্যে লেনদেন সেরে ফেলা যায় গুগল পের মাধ্যমে। সেই সঙ্গে রয়েছে আরও বিভিন্ন উপহার। তবে গুগল পে ব্যবহার করলে প্রাথমিকভাবে এমন বহু অফার পাওয়া গেলেও ধীরে ধীরে কমতে থাকে অফার এবং উপহারের পরিমাণ।

তবে কয়েকটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি বছরভর পেতে পারেন নানান রকম ক্যাশব্যাক এবং অফার। কিন্তু কিভাবে নিশ্চিত ক্যাশব্যাক ও গিফট পেতে পারবেন গুগল পের মাধ্যমে?বাম্পার ক্যাশব্যাক চাইলে একাউন্টে লেনদেনের পুনরাবৃত্তি করলে চলবে না।লেনদেন পুনরাবৃত্তি করলে ক্যাশব্যাকের সম্ভাবনা দিন দিন কমতে থাকবে।

যদি একাধিক একাউন্টে লেনদেন করেন তবেই নিশ্চিতভাবে ক্যাশব্যাক পেতে পারেন। একই অ্যাকাউন্টে খুব বড় মাপের লেনদেন না করাই ভালো। বরং ধাপে ধাপে লেনদেন করুন। এতে ক্যাশব্যাকের সম্ভাবনা বৃদ্ধি পাবে। যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টের গুগল পে কতটা সক্রিয় তার উপর নির্ভর করছে ক্যাশব্যাক পাওয়ার ভাগ্য।

আরো খবর: বি’য়ে’র দিন মেকআপ আর্টিস্ট নিয়ে ঝা’মে’লা, অভিযোগ দা’য়ে’র কনের, এরপর যা হলো

আর তা না হলে আপনার কপালে ক্যাশব্যাক জুটবে না। ১০০ টাকার নিচে কাউকে টাকা পাঠালে ক্যাশব্যাক পাওয়া যাবে না বললেই চলে। অন্তত ১০০ বা ৫০০ টাকা পাঠালে ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।