সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রা’গে’র ব’শে নিজেরই ক্ষ’তি করে থাকেন এই ৪ রাশির জাতক-জাতিকারা, আপনার টা দেখে নিন

লোভ, হিংসা, ক্রোধ দুঃখ, এই স্বভাব গুলো নিয়েই একটি মানুষ গঠিত হয়। কিন্তু তার মধ্যে সবথেকে ক্ষতিকারক হলো ক্রোধ। ক্রোধের বশবর্তী হয়ে একজন মানুষ অনেক খারাপ কাজ করে বসে। পরে অনুতাপ করা ছাড়া আর কোনো পথ থাকে না। কিন্তু যখনই রাগের বশবর্তী হয়ে পড়ে, তখন কোন হিতাহিত জ্ঞান থাকেনা।

জ্যোতিষশাস্ত্র মতে, এমন কয়েকটি রাশি আছে, যারা রাগের বশে নিজেদের ক্ষতি করে বসে। এসমস্ত জাতকদের রাগ নিজের আয়ত্তে থাকে না কোনদিন। চলুন জেনে নেওয়া যাক এই রাশি গুলির নাম।

বৃষ রাশি: এই রাশির জাতকরা খুব শীঘ্র রেগে যায় না ঠিকই, কিন্তু একবার রেগে গেলে মাত্রা ছাড়িয়ে যায়। ভালো-মন্দ হিতাহিত জ্ঞান থাকেনা এদের। রেগে গেলে নিজের ভুল স্বীকার করা তো দূরের কথা, বরং তর্ক জুড়ে দেন সকলের সঙ্গে। অনেক সময় নিজেদের রাগের বশে ক্ষতিও করে বসেন এনারা।

সিংহ রাশি: এই রাশির জাতকদের নাকের ডগায় রাগ থাকে। যে কোন ব্যাপারে রেগে গেলে তাদের শান্ত করা খুব মুশকিল হয়ে যায়। নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এদের। তাই এইসব মানুষরা রেগে গেলে তাদের একা ছেড়ে দেওয়াই মঙ্গল।

বৃশ্চিক রাশি: এইসব মানুষেরা সৎ এবং পরিশ্রমী হোন। কোন মানুষ এদের প্রতারিত করার চেষ্টা করলে, এরা সহ্য করতে পারে না। রেগে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এনারা।

মীন রাশি: যেকোনো কথায় রেগে যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। আবার কখনো কখনো অনেক বড় বড় কথা তো রাগেন না এনারা। তবে যত তাড়াতাড়ি রেগে যান, ততো তাড়াতাড়ি শান্ত হয়ে পড়েন এই রাশির মানুষরা।