সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতি মাসে ঘরে আসবে এক লক্ষ টা’কা! বি’রা’ট সুযোগ দি’চ্ছে Mother Dairy

করোনার আবহ খানিকটা স্বাভাবিক হতেই Mother Dairy নিয়ে এল দারুণ সুযোগ। করোনার জেরে যারা চাকরি হারিয়েছে, বা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, তাঁদের জন্যই এই সুযোগের ব্যবস্থা করে দিল Mother Dairy।

পরিস্থিতি যেমনই হোক না কেন দুগ্ধজাত খাবারের প্রয়োজনীয়তা কিন্তু কখনোই ফুরোয় না। বৃদ্ধ থেকে শিশু সকলেরই দুধ প্রয়োজন হয়। তাই একটি ডেয়ারি দ্রব্যের ফ্র্যাঞ্চাইজি শুরু করা নিঃসন্দেহে একটি ভালো অপশন।

দুধের ব্যবসায় যোগ দিয়ে প্রতি মাসে প্রচুর অর্থ উপার্জন হতে পারে। দেশে Mother Dairy-র 2500টি খুচরা বিক্রয় কেন্দ্র রয়েছে।

আরো পড়ুন: Tata Group: দেশের এই ব’ড়ো ব’ড়ো কোম্পানিগুলির পিছনে আ’ছে টাটা গ্রুপের অ’র্থ, আপনি জানতেন কি?

দুধ ছাড়াও আরও অনেক দুধের দ্রব্য যেমন – দই, পনির, ঘি, মাখন, মিল্কশেক ইত্যাদি তৈরি করে থাকে Mother Dairy। তাই এই ধরনের মিল্ক বুথ ফ্র্যাঞ্চাইজিতে অনেক ধরনের দুগ্ধজাত পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করা যায়।

কী ভাবে Mother Dairy-র ফ্র্যাঞ্চাইজি পাবেন তা জানেন কি? চলুন তাহলে দেখে নেওয়া যাক।

• আবেদন প্রক্রিয়া : Mother Dairy-র Franchise নিতে গেলে প্রথমে কোম্পানির ওয়েবসাইট www.motherdairy.com-এ যেতে হবে।

এছাড়া, উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর-1-এর A-3-তে অবস্থিত Mother Dairy Fruit and Vegetable Pvt Ltd-এ গিয়ে সরাসরি কোম্পানিতে আবেদনও করা যেতে পারে। তাছাড়াও, 120-4399500 বা 4399501 নম্বরে যোগাযোগ করতে পারেন।

• প্রয়োজনীয় ডকুমেন্টস : Mother Dairy-র ফ্র্যাঞ্চাইজির জন্য Aadhaar Card, PanCard, Voter Id Card লাগবে। এছাড়া, Address Proof হিসেবে রেশন কার্ডের জেরক্স, ইলেকট্রিক বিল বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস লাগবে। এছাড়াও পাসপোর্ট ছবি, ই-মেইল আইডি, ফোন নম্বর, সম্পত্তির নানা ডকুমেন্টস লাগবে। আর ভাড়া নেওয়া সম্পত্তির NOC সার্টিফিকেটও প্রয়োজন হবে।

• বিনিয়োগ : একটি ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগের পরিমাণ নির্ভর করে সেটির অবস্থানের উপর। কোনো জমি আগে থেকেই ঠিক করা থাকলে প্রাথমিকভাবে 5 লাখ থেকে 10 লাখ টাকা বিনিয়োগ হলেও হবে।

• মাসিক আয় : Mother Dairy-তে বিনিয়োগ করলে প্রতি মাসে গড়ে 50 হাজার থেকে 1 লাখ টাকা অনায়াসেই আয় করা যায়।