সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে জাঁ’কি’য়ে ব’স’বে শীত? দিনক্ষণ বলে দি’লো আবহাওয়া দপ্তর

এবার যেমন কথা তেমন কাজ, আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা আরো বেশি নীচে নামতে চলেছে। এবার সেই মতোই তাপমাত্রার পারদ অনেক নিন্মমুখী। আজ কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি ও আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রীর কাছাকাছি।

গত কয়েকদিন আগেই পশ্চিমী ঝঞ্ঝা, শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে এবার এই ঝঞ্ঝা কাটতে চলেছে। আর তার কারণেই জাঁকিয়ে ঠান্ডা পরতে চলেছে বঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে, গত বছর গুলোর তুলনায় এই বারের শীত আরো বেশী জাঁকিয়ে পরবে বলেই মনে করা হচ্ছে।

আগামী ২-৩ দিনের মধ্যেই তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে কিছুটা তবে, আপাতত নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। এদিকে পাহাড়ে হালকা মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিক থেকে তাপমাত্রা কিছুটা কমলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় ।

আরো খবর: এই দেশে গি’য়ে কখনই চাইবেন না সিঙ্গারা খে’তে! হতে পারে জে’ল, জানুন কারণ

পরে অবশ্য সূর্য ডোবার সাথে সাথেই আগের পরিবেশ ফিরে আসে। এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতার সম্ভাবনা রয়েছে। কুয়াশার প্রভাব থাকবে এখন অনেকটাই বেশী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১৪- ১০ ডিগ্রীর মধ্যে ঘোরাফেরা করবে আগামী কয়েকদিন।