সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাইক্লোনের ব’লি ৩২৬, আফ্রিকায় দীর্ঘতম ঘূর্ণিঝড়ে ক্ষ’তি’গ্র’স্তদের পাশে মোদি সরকার

অন্যতম দীর্ঘ ঘূর্ণিঝড় এবার আছড়ে পড়ল পূর্ব আফ্রিকাতে। তার কারণেই সেখানে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৩২৬ জনের ওপরে। এককথায় বিধ্বংসী ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকার মালাউইতে। এত বড় ঘূর্ণিঝড় এর আগে আফ্রিকার মানুষ দেখে নি। যার কারণেই এবার মৃত্যুর সঙ্গে আরো বেশি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এ বিধ্বংসী ঝড়ের কারণে এক লক্ষ ৮৩ হাজার মানুষ ইতিমধ্যে ঘরছাড়া। সময় যত এগোচ্ছে পরিস্থিতি আরোই খারাপের দিকে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের বিধ্বংসী রূপ সেখানকার মানুষের দারুন ক্ষতি করেছে, যার কারনে সেখানকার মানুষ একেবারে অসহায় হয়ে উঠেছে।

এবার এই কঠিন সময়ে মালাউইয়ের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশ্য সে দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলবর্তী দেশগুলিতে আছড়ে পড়ে শক্তিশালী সাইক্লোন ফ্রেডি।

আরো খবর: Group-C: বা’তি’ল হওয়া ৮৪২ পদে নিয়োগের নো’টি’শ SSC-র, প্রথম দ’ফা’য় ১০০ জনের কাউন্সেলিং

আর তার ফলেই টানা বৃষ্টি শুরু হয় মালাউইতে। এই বৃষ্টির কারণেই উদ্ধারকার্য কোন মতেই শুরু করা সম্ভব হয়নি। এতদিন পর বৃষ্টি কমলে ৩২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দেশের এমন ভয়ংকর পরিস্থিতির কারণেই মালাউইয়ের প্রেসিডেন্ট ল্যাজারাস চাকওয়েরা , আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। আর তারফলেই মোট তিনটি দেশ পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে।

তার মধ্যে ভারতবর্ষ অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয় নিয়ে টুইট করেছে ও সেই দেশের কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছে।