সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই দেশে গি’য়ে কখনই চাইবেন না সিঙ্গারা খে’তে! হতে পারে জে’ল, জানুন কারণ

সিঙ্গারা খেতে প্রায় সকলেই ভালোবাসেন। প্রত্যেকটা দেশেই এই খাবারের বেশ জনপ্রিয়তাও রয়েছে । আমাদের দেশ হোক কিংবা বাইরের দেশ এই খাবারের বেশ জনপ্রিয়তা রয়েছে, তবে আপনারা কি জানেন যে এরকম একটি খাবার নাকি একটি দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালে সিঙ্গারার চাহিদা বেশ। বলতে গেলে সন্ধ্যার খাবার হিসেবে সিঙ্গারা বেশ জনপ্রিয়, যেমন স্বাদ তেমন গন্ধ। ইউরোপীয় দেশে এই খাবারের বেশ জনপ্রিয়তা রয়েছে কিন্তু জানা গেছে আফ্রিকার সোমালিয়ায় নাকি এই খাবার একেবারেই নিষিদ্ধ।

এই দেশের সিঙ্গারা খেলে বা বানালে অথবা বিক্রি করলে হতে পারে সাজা। আসলে এইখানে এই খাবার নিষিদ্ধ হওয়ার প্রধান কারণ হলো সিঙ্গারার আকৃতি। আফ্রিকার একদল চরমপন্থীরা মনে করেন যে, সিঙ্গারার যে তিনকোনা হয় সেই তিনকোনাটা খ্রিস্টান সম্প্রদায়ের একটি চিহ্নের সঙ্গে মিল রয়েছে সেই জন্যেই সোমালিয়ায় এই খাবার একেবারেই নিষিদ্ধ।

আরো খবর: পাথর তোলার নি’য়’মে বি’রা’ট পরিবর্তন আনতে চলেছে রাজ্য, চা’লু হ’বে অনলাইন পো’র্টা’ল

তবে, একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় যে সিঙ্গারার মধ্যে পচা গলা পুর দেওয়ার জন্যই এই দেশে এই খাবার নিষিদ্ধ করা হয়েছে। তবে সুস্বাদু তেলে ভাজাটি শুধু খাওয়া নিষিদ্ধ নয় এটি বানানো এবং বিক্রি করাও নিষিদ্ধ।