সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাথর তোলার নি’য়’মে বি’রা’ট পরিবর্তন আনতে চলেছে রাজ্য, চা’লু হ’বে অনলাইন পো’র্টা’ল

বীরভূমে গেলে লক্ষ্য করা যাবে, সেখানে যে সমস্ত শিল্প রয়েছে তার মধ্যে বেশিরভাগই পাথর শিল্প। এবার এই পাথর শিল্পের জন্য অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আগের থেকে অনেকটাই আলাদা, যে কারণে বীরভূমের জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে প্রশাসনিক আধিকারিক ও পাথর শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাথে একটি বৈঠক সম্পন্ন হয়।

এই বৈঠকে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয় এখন যেটা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এলাকার বাসিন্দাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মোটকথা অনলাইনে বালি তোলার যে অনুমোদন দেওয়া হয়, ঠিক সেইভাবেই পাথর তোলার অনুমোদন দেওয়া হবে। ইতিমধ্যেই নতুন পোর্টাল চালু করা হবে বলে জানা যাচ্ছে।

এই পদ্ধতি চালু করার সাথে সাথে বাসিন্দারা পাথর তোলার ক্ষেত্রে অনুমোদন পাবেন , সদস্যদের রাজ্য সরকার ও মুনাফার মুখ দেখবে বলেই মনে করা হচ্ছে। কোনো ব্যক্তির যদি এক হেক্টর জমি থাকে তাহলেই সেই ব্যক্তি পাথর তোলার অনুমোদন পেতে অনলাইনে আবেদন করতে পারে সহজে।

আরো খবর: তিনি কি সত্যিই রবিনা? নতুন ছবি দে’খে মু’খ থু’ব’ড়ে পড়লেন নেটিজেনরা, রইলো লুক

বিশেষ করে যে সমস্ত এলাকায় পাথর বলয় রয়েছে মোহাম্মদ বাজার, নলহাটি রামপুরহাট এই সমস্ত এলাকার বাসিন্দারা পাথর তোলার জন্য আবেদন করতে পারে। বর্তমানে প্রশাসনিক ভাবে জানা যাচ্ছে আগে যেমন বালি পাথর ও বিভিন্ন খনিজ পদার্থ মাটি থেকে তোলার জন্য সরকারি জমি ব্যবহার করা হতো।

পরে এই আইন সংশোধন করে, বলা হয় যে এখন ব্যক্তিগত মালিকানা থেকেও এই সমস্ত কিছু তোলা যাবে। কিন্তু মাথায় রাখতে হবে আবেদনের পুরো প্রক্রিয়া হবে অনলাইনে।