সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একের পর এক বলিউড ছবি ব’য়’ক’ট, দর্শকদের আচরণে ক্ষু’দ্ধ হ’য়ে মুখ খুললেন অর্জুন

বলিউডে যেনো বয়কট হওয়াটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। গত বছর থেকে অধিকাংশ সিনেমাতেই নানা রকম খুঁত বের করা হয় নানা রকম ধর্মীয় রাজনীতির শিকার হচ্ছে এই সিনেমাগুলো। সম্প্রতি আমির খানের ‘ লাল সিং চাড্ডা ‘ অব্দি বয়কটের ডাক শুনেছে। পাঞ্জাবে তো স্ক্রিনিং অবধি নিষিদ্ধ হয়েছে।

কারণ হিসেবে অনেকেই মনে করছেন, ৭ বছর আগের করা আমির খানের একটি মন্তব্য। যেখানে আমির বলেছিলেন- দেশ জুড়ে অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে আতঙ্কিত তাঁর স্ত্রী, এমনকী দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন কিরণ। এরপর আমিরের পাশে দাঁড়ানোর হৃতিকের ‘বিক্রম বেদা’র বিরুদ্ধেও বয়কটের রব উঠছে।

শুধু তাই নয় আমাদের দেশের মেয়েদের অন্যতম ক্রাশ রণবীর কাপুর। যাঁর একটি বই রিলিশের জন্য সকলে অপেক্ষা করে তার সম্প্রতি ছবি ‘ ব্রহ্মাস্ত্র ‘ যেখানে নব দম্পতি রণবীর ও আলিয়া দুজনেই রয়েছে সেই ছবিও বয়কটের ডাক ওঠে। অনেক গুলো ধর্মীয় কারণ দাঁড় করিয়ে দেওয়া হয় এই সিনেমার বিরুদ্ধে। বলা হয়, এই ছবিতে হিন্দু ধর্মের অবমাননা হয়েছে।

আরো পড়ুন: ব্রেকিং: অনুব্রতর ১৬ কোটি ৯৭ লক্ষ টা’কা বাজেয়াপ্ত করলো CBI

তাই এমত অবস্থায় বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলিউড সুপারস্টারদের মধ্যে অন্যতম অর্জুন কাপুর ক্ষোভ প্রকাশ করে বলেন, বলেন,’আমার মনে হয় আমরা ভুল করেছি এই বিষয়টা নিয়ে চুপ থেকে। সেটা আমাদের ভদ্রতা ছিল, কিন্তু মানুষজন এবার সেটার ফায়দা লুটছে। আমাদের এই ধারণাটা একেবারে ভুল ছিল যে আমাদের কাজ কথা বলবে আমাদের হয়ে।

আমরা ভাবি, নিজের হাত গন্ধ করে কী হবে? তাই এই বিষয়টা আমরা সহ্য করে চলেছি, আর এবার এটা কিছু লোকের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এবার আমার সকলকে মিলে কিছিু একটা করতে হবে, কারণ আমাদের নিয়ে যা লেখা হয়, বা যে সব হ্যাশট্যাগ ট্রেন্ড করে সেটা মোটেই সত্যি নয়।… এবার একটু বাড়াবাড়ি হচ্ছে, এটা মোটেই সঠিক নয়’।

অনেকটাই আফসোস করে বলেন শুক্রবার ছবি রিলিজ নিয়ে আগে যেমন একটা উত্তেজনা থাকত আজকাল আর দেখা যায়না। ফলে বলা চলে ক্রমেই নিজের জৌলুস হারাচ্ছে বলিউড। তিনি আরো বলেন, প্রতিদিন কাদা ছেটালে নতুন গাড়িও ময়লা হবেই। আমরা তো অনেক কাদা সহ্য করেছি, অনেক বছর হল’।