সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দ্রৌপদী মুর্মুকে তৃণমূলের আদিবাসীরা ভো’ট দে’বে, সব সাংসদ-বিধায়কের চি’ঠি রাজ্য বিজেপির

সম্প্রতি এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছেন দ্রৌপদী মুর্মু-র নাম। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ভোটে ভাগ বসাবে বিজেপি।

তার মতে, দ্রৌপদী মুর্মু এবার এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী । তাই অনেক আদিবাসী বিধায়কই দ্রৌপদীর পক্ষে ভোট দেবেন বলে মত সুকান্ত মজুমদারের।

এই মর্মে তৃণমূলের সব বিধায়ক ও সাংসদদের চিঠি পাঠিয়ে সমর্থন চাওয়া হয়েছে। বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি পাঠিয়েছে।

আরো পড়ুন: কর্মচারীকে পাওনা বেতনের ২৮৬ গুণ বেশি টা’কা পাঠিয়ে বিপাকে সংস্থা, অ’র্থ হা’তে পেয়ে নি’খোঁ’জ যুবক

তবে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তিনি জানান, বিজেপির ডাকে সাড়া দেওয়ার কোনও প্রশ্ন নেই। দলের রাজনৈতিক অবস্থান মেনেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে দল।

সুকান্ত মজুমদার জানান, তৃণমূলের আদিবাসী ভোটের অনেকটাই দ্রৌপদীর পক্ষে যাবে। তাই ক্রস ভোটিং চাইছে বিজেপি। সুকান্ত এদিন জানান, তৃণমূলের কতজন দ্রৌপদীকে ভোট দিলেন, তা পরে জানা যাবে।

আমরা নিশ্চিত, জনজাতি সম্প্রদায়ের বিধায়করা দ্রৌপদীজিকেই সমর্থন করবেন। দেশে প্রথম জনজাতি সম্প্রদায়ের কৃতী একজন রাষ্ট্রপতি হচ্ছেন।