Home রাজ্য KYC আপডেট করার লি’ঙ্কে ক্লিক করতেই বিপত্তি, গা’য়ে’ব হলো লক্ষ লক্ষ টা’কা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

KYC আপডেট করার লি’ঙ্কে ক্লিক করতেই বিপত্তি, গা’য়ে’ব হলো লক্ষ লক্ষ টা’কা

পরিচয় দিয়েছিলেন ব্যাংক কর্মী আর ব্যাংক করবে হিসেবে প্রতারণা ভিন রাজ্য থেকে এবার এক ব্যক্তিকে গ্রেফতার করলো বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বর্তমানে প্রতারকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে গ্রেফতার হওয়া ঐ ব্যক্তির নাম দয়ারাম খিচোর তার বাড়ি রাজস্থানে। ফোন পে পেটিএম গুগল পে ব্যবহার করেন বিশেষভাবে তাদের বারবার সতর্ক থাকতে বলা হয়, প্রশাসনের তরফ থেকে।

উড়ো মেসেজের মাধ্যমে প্রতারণার ছক কষা হয়। আর সেই ফাঁদে পা দিয়েছেন অনেকেই তার মধ্যে একজন সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা সুপ্রিয়া মুখার্জি। সূত্রে জানা গিয়েছে ২০২২ সালের এপ্রিল মাসে সল্টলেকের বাসিন্দা সুপ্রিয়া দেবী অভিযোগ করেন তার ফোনে একটি মেসেজ পাঠানো হয়। আর তার মাধ্যমেই তার সঙ্গে মোটা অংকের আর্থিক প্রতারণা করা হয়।

ওই মেসেজে লেখা ছিল তার নেট ব্যাংকিং পরিষেবা বন্ধ রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তার কাছে একটি ফোন আসে এক ব্যক্তি তাকে ব্যাংক কর্মী পরিচয় দেন। ফোন করে ওই ব্যক্তি তাকে কেওয়াইসি আপডেট করার কথা বলে, আর তার জন্য একটি লিংক দেওয়া হয়। সেই লিংকে ক্লিক করলে সুপ্রিয়ার ব্যাংক থেকে দুইবার মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গায়েব হয়ে যায়।

আরো খবর: মাত্র কয়েকদিনের ব্যবধানে ধনীর তালিকায় ৩৮ নম্বর স্থা’নে চলে এলেন গৌতম আদানি

এই বিষয়ে সামনে আসার পরেই বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তার অভিযোগের উপর ভিত্তি করে শুরু হয় তদন্ত। কার একাউন্টে জমা রয়েছে সুপ্রিয়ার টাকা খুঁজতে খুঁজতে রাজস্থানের ওই ব্যক্তির সন্ধান পান সাইবার ক্রাইম থানার পুলিশ।

তার একাউন্টে গিয়ে দেখা যায় এমন বহু মানুষের কাছ থেকে প্রতারণা করেছেন তিনি তার একটি মোবাইল ফোন ডেবিট কার্ড চেকবুক বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার তাকে বিধাননগর আদালতে তোলা হয়। ওই ব্যক্তির সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে চক্র আর কতদূর বিস্তৃত তার তদন্ত করছে বিধান নগর সাইবার ক্রাইম।