সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র কয়েকদিনের ব্যবধানে ধনীর তালিকায় ৩৮ নম্বর স্থা’নে চলে এলেন গৌতম আদানি

এই বছরের ২৪ জানুয়ারি ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে শেয়ার ‘স্টক ম্যানিপুলেশন’ এবং ‘অ্যাকাউন্টিং জালিয়াতির’ অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা। তাদের মতে , বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে আদানি গোষ্ঠীর ঘাড়ে এবং শেয়ারের ভ্যালুয়েশনও মাত্রাতিরিক্ত।

ফলে যে কোনো সময়ে তাসের ঘর ভেঙে পড়তে পারে কোম্পানিটি । রিপোর্টটি প্রকাশ্যে আসতেই হুহু করে শেয়ারের দাম কমতে থাকে আদনির কোম্পানিগুলির।ফলে কয়েকদিনের মধ্যেই একধাক্কায় ধনীতম ব্যক্তির তালিকায় তলানিতে ঠেকেছে তার নাম।

প্রায় এক মাসের ব্যবধানে, বিশ্বের সবেচেয়ে ধনীর তালিকায় তৃতীয় স্থান থেকে ৩৮তম স্থানে পৌঁছেছেন এই ধনকুবের।জানুয়ারিতে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১১৯০০ কোটি মার্কিন ডলার।বর্তমানে তা দাঁড়িয়েছে ৮,৫০০ কোটি ডলার।

আরো খবর: ChatGPT নিয়ে চিন্তা বা’ড়’ছে চাকরির বাজারে, এর ভবিষ্যৎ নি’য়ে কি বললো TCS?

অন্যদিকে,ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ধনী তালিকার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫-এরও বাইরে চলে যেতে হয় তাঁকে।এই সংস্থার তালিকায় তিনি রয়েছেন ৩০তম স্থানে রয়েছেন।

ফলে একদিকে যেমন আদানির মাথায় হাত পড়েছে,ঠিক তেমনই কোম্পানির শেয়ার হোল্ডাররা প্রচুর লোকসানের সম্মুখীন হয়েছেন।এই অবস্থায় আদনি কি ঘুরে দাঁড়াতে পারবেন না মুখ থুবড়ে পড়বেন,সেটিই দেখার বিষয় ।