সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ChatGPT নিয়ে চিন্তা বা’ড়’ছে চাকরির বাজারে, এর ভবিষ্যৎ নি’য়ে কি বললো TCS?

কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা। এখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র যেখানে পড়ানো হয় কীভাবে বুদ্ধিমত্তা প্রদর্শন করবে এমন কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয়।

মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে,প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়িত করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের(AI) এক নতুন সংস্করণ চ্যাট জিপিটি।এটি মুহূর্তেই উত্তর দিতে পারে গ্রাহকের একগুচ্ছ প্রশ্নের। OpenAI সংস্থাটি সৃষ্টি করেছে চ্যাট জিপিটি।

আগে সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিতে পারতো এটি।কিন্তু এখন অনেক কঠিন প্রশ্নের উত্তরও নিমেষেই দিয়ে দিতে পারে। Google 2022 সালের নভেম্বর মাসে ঘোষণা করে চ্যাট জিপিটির। লঞ্চের পরে হুহু করে বেড়েছে এর ব্যবহারকারীর সংখ্যা। প্রথম দশ দিনের মধ্যেই ইউজার সংখ্যা পেরিয়ে গিয়েছিল 10 লাখ।

আরো খবর: অ্যাডিনো ভা’ই’রা’স মোকাবিলায় নয়া নির্দেশিকা জা’রি স্বাস্থ্যদপ্তরের, চালু হেল্পলাইন নম্বর

তবে অনেকে AI এর এই বাড়বাড়ন্ত দেখে আশঙ্কা প্রকাশ করেছেন। ভারতীয় আইটি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস বা TCS ও এই বিষয়ে নিজেদের শঙ্কা জানিয়েছে।অনেকের মতে এই AI একাই অনেক মানুষের কাজ নির্ভুল ভাবে করে দিয়ে পারে মুহূর্তেই।

ফলে এই আর্থিক মন্দার বাজারে চাকরি হারাতে পারেন বহু কর্মী। TCS এর চিফ HR মিলন্দ লক্কড় জানিয়েছেন, “ভবিষ্যতের এটি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) আসলে আমাদের সহকর্মী হবে যা সত্যিই একটি ভালো বিষয়। তবে এটি কারোর বদলি হিসেবে নয়, বরং সহকর্মী হিসেবেই কাজ করবে (AI)।”