সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গঙ্গা’র চ’র থে’কে আ’ধ’ম’রা অব’স্থায় এক যুবক’কে উ’দ্ধা’র কর’লো বৈষ্ণব’নগর থানা’র পু’লি’শ

গঙ্গার চর থেকে আধমরা অবস্থায় এক যুবককে উদ্ধার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ

মালদা, ৯ আগস্টঃ গঙ্গার চর থেকে আধমরা অবস্থায় এক যুবককে উদ্ধার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। গুরুতর জখম ওই যুবককে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার পারশিবপুর এলাকায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সমাজের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে ওই যুবককে গণপিটুনি দেয় এলাকারই কিছু যুবক। তারই জেরে ওই যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সরিফ হোসেন (২৫)। তার বাড়ি পারশিবপুর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে স্থানীয় একটি সমাজের মধ্যে দুটি গোষ্ঠীর নানান বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ওই যুবককে একা পেয়ে গঙ্গারচরে বাঁশ, লাঠি দিয়ে গণপিটুনি দেয় একদল যুবক। তাতে সে গুরুতর জখম হয়।

এরপর ওই যুবককে মালদা মেডিকেল কলেজে পুলিশ উদ্ধার করে নিয়ে আসলে, সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের পরিবার স্থানীয় দশজন অভিযুক্তির বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে।