সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টেমস নদীর পা’ড়ে গ’ড়ে উ’ঠ’বে জগন্নাথ দেবের মন্দির, লন্ডনে স্থা’ন পাচ্ছে পুরী

এবার শুধু মাত্র ভারতবর্ষে নয়, শুধু লন্ডনেও ছড়িয়ে পড়তে চলেছে জগন্নাথ দেবের মহিমা। লন্ডনের টেমস নদীর ধারে তৈরি হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। শুধুমাত্র তাই নয়, জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তৈরি করার জন্য নিম গাছের কাঠ নিয়ে আসা হচ্ছে উড়িষ্যা থেকে।

ইতিমধ্যেই লন্ডনের সাউথ হলে শ্রী রাম মন্দির জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা হয়েছে। লন্ডনে থাকা প্রবাসী ভারতীয়রা জগন্নাথ দেব দর্শন করতে পারলেও কোথাও-না-কোথাও ভীষণভাবে মিস করছিলেন পুরিকে। ঠিক সেই কারণে টেমসের পারে প্রতিষ্ঠা করা হল ৩ দেবদেবীর মন্দির। যেন জগন্নাথ দেবের মন্দির এর আদলেই তৈরি করা হবে অন্য একটি মন্দির। প্রাচ্য-পাশ্চাত্য মিলেমিশে একাকার হয়ে যাবে।

লন্ডনে জগন্নাথ দেবের পূজা প্রসঙ্গে লন্ডনের জগন্নাথ সোসাইটির কোষাধ্যক্ষ ভক্তবৎসল পান্ডা জানিয়েছেন, “পুরীর আদলে তৈরি করা হবে এই মন্দির। ইতিমধ্যেই মন্দির নির্মাণ করার জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। লন্ডনে এবার গড়ে উঠবে ইউরোপে সবথেকে বড় জগন্নাথ মন্দির”।

তিনি আরো জানান, “আগামী দুই বছরের মধ্যে এই মন্দির তৈরি করে ফেলা সম্ভব হবে। সাউথ হলের শ্রী রাম মন্দিরের পাশাপাশি এই মন্দিরে জগন্নাথ দেবের পুজো করা হবে।তুলসী বন, রথযাত্রা মাসি বাড়ি সবকিছুই থাকবে। আগামী বছরেই মন্দির তৈরি করার জন্য জমি নেব আমরা”।

এই বিষয়ে ট্রাস্টি সদস্য শরৎ কুমার ঝাঁ জানিয়েছেন, “মন্দির তৈরি করার পাশাপাশি প্রচুর গাছ লাগানো হবে এখানে। পুরীর আদলে ভগবতী বা অন্য মন্দির পৃথক পৃথক ভাবে তৈরি করা হবে। পাশাপাশি আলাদা করে মূর্তি প্রতিষ্ঠা করা হবে”।