সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চ’র’ম অ’প’মা’ন, মাঝরাতে হোটেল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের বে’র ক’রে দেওয়া হ’লো

ফের মুখ পুড়লো পাকিস্তান ক্রিকেট বোর্ডের। মাঝরাতে হোটেলের ঘর থেকে বের করে দেওয়া হল পাকিস্তানি ক্রিকেটারদের। পাকিস্তানের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফির ফাইনাললিস্টদের বুধবার হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

যদিও হোটেল ম্যানেজমেন্ট অবশ্য অন্য রকম বয়ান দিচ্ছে। তাদের দাবি পাকিস্তানের তারকা ক্রিকেটারদের বুধবার পর্যন্ত হোটেল বুকিং করা ছিল। তাই বুকিং এর সময় শেষ হয়ে যাওয়াতে খেলোয়াড় এবং কর্মকর্তাদের হোটেলের ঘর খালি করে দেওয়ার নির্দেশ জানানো হয়েছিল।

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা অবশ্য এই ঘটনাটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। এই ঘটনাতে বায়ো বাবলের নিয়ম ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানি ক্রিকেট দলের তরফ থেকে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য অন্য একটি হোটেলের বন্দোবস্ত করা হয়েছিল সেই রাতেই।

হোটেল ম্যানেজমেন্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল একটি বড় গ্রুপের আগমনের কারণে বাইশে ডিসেম্বর বুকিং নিশ্চিতকরণ পূর্ববর্তী বুকিং বাতিল হওয়ার পরেই সম্ভব হবে। বোর্ড এবং হোটেল ম্যানেজমেন্টের মধ্যে সমন্বয়ের অভাবে কারণেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।