সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টেটের খা’তা নিয়ে বড়ো খবর, CBI ত’দ’ন্তে’র নি’র্দে’শ হাইকোর্টের

টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হওয়ার পর ও সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর সবেমাত্র ঘোষণা হয়েছে এই বছর ডিসেম্বরে টেট পরীক্ষা নেওয়া হবে। সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদে শুরু হয়েছে তোড়জোড়। কিন্তু জানা যাচ্ছে ২০১৪ সালের ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হওয়ার পর প্রায় ১২ লক্ষ ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে নতুন করে টেট নিতে গেলে ফের বিতর্ক দেখা দিতে পারে এবং আদালতের কঠোর অবস্থানের মুখে পড়তে হতে পারে – এই আশঙ্কায় এখনই পরীক্ষা নেওয়ার পক্ষপাতী নন প্রাথমিক শিক্ষা পর্ষদের কমিটির বেশ ক’জন সদস্য।

শুধু ২০১৪ নয় ২০১৭ সালেও ওএমআর শিট দিয়েই পরীক্ষা নেওয়া হয়। গত শুক্রবার এই নিয়ে একটি কমিটি বসে। আর সেখানেই এসব আলোচনা হয়। তবে এতগুলো ওএমআর শিট নষ্ট করার অভিযোগের কারণে হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরই তদন্তের ভার দিয়েছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে সিবিআই তদন্তের টিমকে।

যদিও শনিবার পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘অগস্টে দায়িত্ব নিয়েই আমি জানাই, আইনি দিক খতিয়ে দেখে টেট-এর দিনক্ষণ ঠিক করা হবে। সমস্ত গণতান্ত্রিক নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হবে তবুও একটা অনিশ্চয়তার মধ্যে আবারও পরে যাচ্ছে আমাদের প্রাথমিক টেট পরীক্ষার্থীরা। এই বছর কি আদৌও তাঁদের পরীক্ষা হবে নাকি আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সেই জিজ্ঞাসা টা থেকেই যায়।

আরো পড়ুন: রাত ৮ টার মধ্যে CBI দপ্তরে যে’তে হবে মানিককে, চাইলে গ্রে’ফ’তা’রও করতে পারবে: আদালত

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী এই বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তিনি আজই নির্দেশ দিয়েছেন ওএমআর শিট নষ্ট হওয়া নিয়ে যত অভিযোগ জমা পড়েছে সব কিছুর তদন্ত করবে সিবিআই তদন্ত কমিটি। যাঁর কাজ আজ থেকেই শুরু হয়ে গিয়েছে।