সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছরে কলকাতায় কোন মাসে কতদিন ব্যাংক ব’ন্ধ থা’ক’বে?

সেজে উঠেছে গোটা শহর কারণ রাত পোহালেই ক্রিসমাস আর আসন্ন নতুন বছরের জন্য সবাই আনন্দে মাতোয়ারা। কিন্তু এত আনন্দের মাঝেও রয়েছে দুঃখের খবর কারণ নতুন বছরের আগেই আর বি আই তাঁর ছুটির তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে। আসুন জানবো আর বি আইয়ের সেই তালিকার বিষয়ে বিস্তারিত ভাবে:

আমরা জানি প্রতিমাসের চারটি রবিবার ছাড়াও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। তবে এছাড়াও ব্যাংক কর্মীদের জন্য বেশ কিছু ছুটি দেয় রয়েছে। যেমন স্বামী বিবেকানন্দের জন্মদিন যেটি ১২ ই জানুয়ারি, নেতাজির জন্মদিন অর্থাৎ ২৩ শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস ২৬ শে জানুয়ারি এবং আগামী বছরে সরস্বতী পূজাও পড়েছে ২৬শে জানুয়ারি যে কারণে জানুয়ারি মাসে বেশ অনেক দিনই ব্যাংক বন্ধ থাকছে।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে তেমন কোনো ব্যাংকের অতিরিক্ত ছুটি থাকছে না। তবে মার্চ মাস অতিরিক্ত ছুটি থাকছে যেমন দোল উৎসব যেটি পড়েছে ৮ই মার্চ ঐদিন ব্যাংক বন্ধ থাকবে। ২০২৩ সালে এপ্রিল মাসে অতিরিক্ত ছুটি হিসেবে থাকছে গুড ফ্রাইডে যেটি পড়েছে ৭ই এপ্রিল। এছাড়াও ঈদ উল ফিতর যেটি ২২ শে এপ্রিল সেই উপলক্ষেও ব্যাংক বন্ধ থাকছে।

আরো খবর: ব্রেকিং: আ’ত্ম’হ’ত্যা করলেন “আলিবাবা” সিরিয়ালের অভিনেত্রী তুনিশা শর্মা

মে মাসে ১লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকছে। এছাড়াও ৫ই মে বুদ্ধ পূর্ণিমা এবং রবীন্দ্রজয়ন্তী অর্থাৎ ৯ মে বন্ধ থাকবে। জুন মাসে ঈদ উল জোহা উপলক্ষে ব্যাংকে বিশেষ ছুটি রয়েছে। জুলাই মাসের অতিরিক্ত ছুটি হিসেবে মহরম যেটি ২৯ শে জুলাই পড়েছে সেই উপলক্ষে বন্ধ থাকছে ব্যাংক।

আগস্ট মাসে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি। সেপ্টেম্বরে কোন ব্যাংক কর্মীদের অতিরিক্ত ছুটি সেভাবে নেই। আবার অক্টোবরে ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী এবং ১৪ই অক্টোবর মহালয়া এবং ২১শে অক্টোবর থেকে ২৪ শে অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপূজো অর্থাৎ ২৮ অক্টোবর ব্যাংক বেশ অনেক দিনই বন্ধ থাকবে।

নভেম্বর মাসে অতিরিক্ত ছুটি হিসেবে থাকছে কালীপুজো যেটি ১২ই নভেম্বর সেই উপলক্ষে ছুটি যাচ্ছে এবং বছরের শেষে ডিসেম্বরে ২৫ তারিখ উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক। তবে এত ছুটির মধ্যেও বেশ কিছু ছুটি ব্যাংক কর্মীদের নষ্ট হবে কারণ বেশ কিছু উৎসব ছুটির দিনে এবং দ্বিতীয় চতুর্থ শনিবারে পড়েছে তাই একপ্রকার ভালো মন্দ মিশিয়ে কাটতে চলেছে আগামী বছর।