সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১২০০ বছরের পু’র’নো বাল্মীকি মন্দির পুনরুদ্ধার করার সি’দ্ধা’ন্ত পাকিস্তান প্রশাসনের

দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার পাকিস্তানে থাকা ১২০০ বছরের পুরনো বাল্মিকী মন্দির পুনরুদ্ধার করা হবে বলে জানা যাচ্ছে। গতকাল বুধবার পাকিস্তানের সংখ্যালঘুদের উপাসনা গৃহগুলি পুনরুদ্ধার করার দায়িত্বে রয়েছে ইটিপিবি, তারাই এবার এই মন্দির পুনরুদ্ধার করবে বলে জানিয়েছে।

জানা যাচ্ছে এই বাল্মিকী মন্দির টি কে একটি খ্রিস্টান পরিবার নাকি গত ২০ বছর থেকে জবরদখল করে রেখেছিল। কিন্তু এবার সেটা ইটিপিবি উদ্ধার করেছে।

এই বিষয় নিয়ে ইটিপিবি জানায়, আসলে সেই পরিবার নাকি ধনান্তরনের ফলে খ্রিস্টান থেকে হিন্দু হয়েছে। তাই তারা কত দুই দশক থেকে এই মন্দির জবর দখল করে রেখেছিল।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন বিখ্যাত অভিনেতা, শো’কে’র ছা’য়া টিভি ইন্ডাস্ট্রিতে

শোনা যায় তারা নাকি কেবলমাত্র বাল্মিকী বর্ণের হিন্দুদেরই পুজো করার অধিকার দিত তারা। তবে এবার দীর্ঘ আইনি লড়াই শেষ করে, সেই মন্দির পুনরুদ্ধার করে সবাইকে প্রবেশ অধিকারীর নির্দেশ দিল আদালত।

এখানেই শেষ নয় তারা আরও জানায়, আগামী কিছু সময়ের মধ্যেই একটি মাস্টার প্ল্যান তৈরি করে বাল্মিকী মন্দিরের পুনরুদ্ধারের কাজ শুরু হবে।

তবে মন্দির পুনরুদ্ধার করার পরেই নাকি, গতকাল বুধবার মন্দির চত্বরে ১০০ জনের মত হিন্দু ,শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছিল। এরপরেই সেখানে হিন্দুরা নাকি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে ভোগের ব্যবস্থাও করে।।